সোনালী লাইফের লেনদেন শুরু

জীবন বীমা তহবিল বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে তালিকাভুক্তির জন্য প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন হওয়া সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন আজ (৩০ জুন) থেকে শুরু হবে। একই সঙ্গে ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির জীবন বীমা তহবিল বেড়েছে।

তথ্যমতে, আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির জীবন বীমার তহবিলের পরিমাণ বেড়েছিল ৫৮ কোটি ৩৭ লাখ ১০ হাজার টাকা। যা আগের বছর একই সময় বেড়েছিল ৩৫ কোটি ১৮ লাখ ৫০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির তহবিল আগের বছরের তুলনায় বেড়েছে ২৩ কোটি ১৮ লাখ ৬০ হাজার টাকা বা ৬৫ দশমিক ৮৯ শতাংশ। ২০২০ সমাপ্ত হিসাব বছর শেষে কোম্পানিটির জীবন বীমা তহবিলের মোট পরিমাণ দাঁড়িয়েছে ১৫৩ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকা, যা আগের বছর একই সময় ছিল ৯৫ কোটি ৩৩ লাখ ৪০ হাজার টাকা।

আর্থিক প্রতিবেদন অনুসারে আইপিওতে আসার আগে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৫৬ পয়সা, যা আইপিওতে আসার পর দাঁড়িয়েছে ১৫ টাকা ৩৩ পয়সা।

এন ক্যাটাগরিভুক্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ডিএসইতে কোম্পানি লেনদেনের কোড ঝঙঘঅখওখওঋঊ এবং কোম্পানি কোড হচ্ছে ২৫৭৫১। গতকাল কোম্পানিটির আইপিও শেয়ার আবেদনকারীদের মধ্যে বরাদ্দ দেয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন