একদিন পরেই ৬ হাজার ছাড়িয়েছে সূচক

নিজস্ব প্রতিবেদক

নভেল করোনাভাইরাসের ক্রমবর্ধমান সংক্রমণ রোধে কঠোর লকডাউনের খবরে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারে বড় দরপতন হয় পুঁজিবাজারে। অবশ্য এর একদিন পরই আবার ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। গতকাল দিনশেষে প্রায় ৩৪ পয়েন্ট বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স। সূচক বাড়লেও গতকাল ডিএসইর দৈনিক গড় লেনদেন কমেছে প্রায় ২৪ শতাংশ। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, কভিড-১৯ পরিস্থিতি কোন দিকে যায় সেটি পর্যবেক্ষণ করছেন বিনিয়োগকারীরা। ফলে অনেকেই গতকাল নিষ্ক্রিয় ছিলেন। কারণে গতকাল পুঁজিবাজারে দৈনিক লেনদেন কমেছে। অন্যদিকে একশ্রেণীর বিনিয়োগকারী খাতভিত্তিক বিভিন্ন শেয়ারে বিনিয়োগ করে তাদের পোর্টফোলিও পুনর্বিন্যাস করছেন। সব মিলিয়ে গতকাল পুঁজিবাজারের বিনিয়োগকারীদের মধ্যে মিশ্র প্রবণতা লক্ষ করা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর থেকে সূচক ঊর্ধ্বমুখী ছিল। লেনদেনের কিছু সময় পরেই সূচকের পতন ঘটে। পরে আবার কিছুটা ঊর্ধ্বমুখী অবস্থায় ফেরে সূচক। সারা দিন উত্থান পতনের মাধ্যমে দিনশেষে সূচকের উত্থান দিয়ে লেনদেন শেষ হয়। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে হাজার ২৬ দশমিক ৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে, যা এর আগের কার্যদিবসে ছিল হাজার ৯৯২ দশমিক ৭৩ পয়েন্টে। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, লাফার্জহোলসিম বাংলাদেশ, রেনাটা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইউসিবি, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রাস্ট ব্যাংকের।

এদিকে ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে হাজার ২৯৪ দশমিক ৮০ পয়েন্টে অবস্থান করছে, যা আগের দিন ছিল হাজার ২৮৭ দশমিক ৪৩ পয়েন্টে। ব্লু-চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে পয়েন্ট বেড়ে গতকাল হাজার ১৭৬ দশমিক ৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিন শেষে যা ছিল হাজার ১৬৮ দশমিক ৬৩ পয়েন্টে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে হাজার ৩২৮ কোটি ৪৯ লাখ ৫১ হাজার টাকা। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছে হাজার ৭৪০ কোটি ১৮ লাখ ৯০ হাজার টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭২টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ২৩১টির, কমেছে ১০৮টির আর অপরিবর্তিত ছিল ৩৩টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২২ দশমিক ৮৪ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে সাধারণ বস্ত্র খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ দশমিক ৮৫ শতাংশ দখলে নিয়েছে জীবন বীমা খাত। ১০ দশমিক ০৭ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে ব্যাংক খাত। দশমিক ৪২ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল সাধারণ বীমা খাত। আর দশমিক ৯৭ শতাংশ লেনদেনের ভিত্তিতে পঞ্চম অবস্থানে রয়েছে প্রকৌশল খাত।

গতকাল ডিএসইতে লেনদেনের ভিত্তিতে শীর্ষ সিকিউরিটিজ ছিল ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বেক্সিমকো লিমিটেড, কুইন সাউথ টেক্সটাইল, মালেক স্পিনিং মিলস, ডাচ্-বাংলা ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং, রিং শাইন টেক্সটাইল, জিবিবি পাওয়ার, আলিফ ম্যানুফ্যাচারিং কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং।

গতকাল এক্সচেঞ্জটিতে দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে সোনালী পেপার মিল, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, অলিম্পিক অ্যাকসেসরিজ, জিবিবি পাওয়ার, অ্যাটলাস বাংলাদেশ, ফু-ওয়াং সিরামিক, ন্যাশনাল টি কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিক।

গতকাল এক্সচেঞ্জটিতে দর কমার শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে সাফকো স্পিনিং, কুইন সাউথ টেক্সটাইল, মালেক স্পিনিং মিলস, ডাচ্-বাংলা ব্যাংক, প্রাইম টেক্সটাইল, কর্ণফুলী ইন্স্যুরেন্স, মেট্রো স্পিনিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, আরগন ডেনিমস ম্যাকসন্স স্পিনিং মিলস।

দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সিএসসিএক্স সূচক দিনের ব্যবধানে ৪৩ দশমিক ৮৫ পয়েন্ট কমে ১০ হাজার ৪৮৪ দশমিক ৮৭ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১০ হাজার ৪৪১ দশমিক ০২ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩১১টি কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৯টির, কমেছে ১০৮টির আর অপরিবর্তিত ছিল ৩৪টির বাজারদর। গতকাল সিএসইতে মোট ৩৮ কোটি ৫৫ লাখ হাজার ৯৭৫ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২১৪ কোটি লাখ ২৫ হাজার ৯৭৭ টাকার।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন