ভিন ডিজেল বললেন

‘সিনেমা ইজ ব্যাক!’

ফিচার ডেস্ক

সব রেকর্ড ভেঙে এগোচ্ছে এফ নাইন: দ্য ফাস্ট সাগা। জনপ্রিয় ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ ছবি এফ নাইন যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ২৫ জুন। মুক্তির দিনই রীতিমতো চমকে দিয়েছে সিনেমার দর্শক, সমালোচক সবাইকে। মুক্তির প্রথম দিনই এফ নাইন যুক্তরাষ্ট্রে আয় করে কোটি ডলার। মুক্তির পর যুক্তরাষ্ট্রে ২৭ তারিখ পর্যন্ত ছবিটি আয় করেছে কোটি মার্কিন ডলার। মহামারীর পর এমন সাফল্য দেখাতে পারেনি আর কোনো ছবি। ২০১৯ সালের স্টার ওয়ারস: দ্য রাইজ অব স্কাইওয়াকারের পর ভিন ডিজেল অভিনীত এফ নাইনই যুক্তরাষ্ট্রে মুক্তির প্রথম উইকেন্ডে সবচেয়ে বড় সাফল্য পেল।

অবিশ্বাস্য সব স্টান্ট আর দ্রুতগতির গাড়ি বৈশ্বিক চলচ্চিত্র বাণিজ্যকে নতুন গতি দিতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রজুড়ে চার হাজারের বেশি সিনেমা হলে দর্শক এফ নাইন দেখছে। 

মহামারী শুরুর পর সবচেয়ে সফল উইকেন্ড কাটিয়েছে কিছুদিন আগে মুক্তি পাওয়া কোয়ায়েট প্লেস পার্ট টু। ছবিটি আয় করেছিল কোটি ৮০ লাখ মার্কিন ডলার।

মহামারীর কারণে নির্ধারিত সময়ের দেড় বছর পর মুক্তি পেয়েছে এফ নাইন। ইউনিভার্সেল স্টুডিওর জিম ওর ভ্যারাইটিকে বলেছেন, এফ নাইন পেছানোর সিদ্ধান্তটা সঠিক ছিল। আমাদের ছবিটি এখন বক্স অফিসকে গতি দিচ্ছে এবং দারুণ একটা গ্রীষ্মের সূচনা হতে যাচ্ছে।

জাস্টিন লিন পরিচালিত এফ নাইন: দ্য ফাস্ট সাগা ছবিতে অভিনয় করেছেন ভিন ডিজেল, জন সিনা, শার্লিজ থেরন, মাইকেল রড্রিগেজ। ছবির সাফল্যে উচ্ছ্বসিত ভিন ডিজেল বলেছেন, সবচেয়ে ভালো লাগছে এটা ভেবে যে মানুষ সিনেমা হলে ফিরছে। বলতে আনন্দ হচ্ছে, সিনেমা ইজ ব্যাক!

এফ নাইন: দ্য ফাস্ট সাগাকে স্ট্রিমিং সাইটে না পাঠিয়ে সিনেমা হলে মুক্তি দেয়ার সাহসী সিদ্ধান্ত নেয়ার জন্য ভিন ডিজেল ইউনিভার্সেল স্টুডিওর প্রশংসা করেছেন—“কোনো স্টুডিও ছবি স্ট্রিমিং সাইটে দিতে চাইলে নিশ্চয়ই আপত্তির কিছু নেই। কিন্তু ইউনিভার্সেলের মতো সাহসী কেউ বলেছে, আমরা ছবি হলেই মুক্তি দেব। আমি তাদের টুপিখোলা অভিবাদন জানাই।

শার্লিজ থেরন বলেছেন, এটা দারুণ ব্যাপার। শুধু ভাবছি একটা ফ্র্যাঞ্চাইজির এটা নবম ছবি। এটা প্রশংসাযোগ্য। মহামারীর সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর জন্য এটা উপযুক্ত ছবি।

 

সূত্র: ভ্যারাইটি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন