থ্রি ইডিয়টস ও আলী ফজলের অজানা কথা

ফিচার ডেস্ক

বলিউডে এখনো বড় তারকা না হলেও অভিনয় গুণে আলী ফজলের কদর এখন হলিউডেও তার জন্মদিনে শুভেচ্ছা জানান গাল গাদতের মতো তারকা আলী ফজল বড় পর্দায় তার ক্যারিয়ার শুরু করেছিলেন ব্লকবাস্টার থ্রি ইডিয়টস ছবির মধ্য দিয়ে ছবিতে তার চরিত্রটি ছিল অল্প সময়ের, তবু দর্শকের মনে এখনো জীবন্ত-জয় লোবো ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র যার প্রজেক্ট সাবমিশনের তারিখ না বাড়ানোয় চরম বিষাদ, হতাশাগ্রস্ত হয়ে সে আত্মহত্যা করেছিল চরিত্রটি দর্শকদের মনে দাগ কেটে গিয়েছিল ডিপ্রেশনে আক্রান্ত ছাত্রের ভূমিকায় অভিনয়ের সময় ফজল নিজেও কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন

থ্রি ইডিয়টসে অভিনয়ের কিছুদিন পর আলী ফজল পড়েছিলেন এক বিপদে এবং তাও তার চরিত্রটির জন্যই আত্মহত্যা না করলেও ভারতের বেশকিছু কলেজছাত্র  নানাভাবে নিজেদের ক্ষতি করেছিল আর তাতে অনেকের মনে হয়েছিল এসব ছাত্র জয় লোবোর চরিত্র দিয়েই অনুপ্রাণিত একটি নিউজ চ্যানেল থেকে তখন আলী ফজলকে ফোন করে একজন বলেছিলেন, স্যার আপনি এমন একটি চরিত্র করেছেন এবং এখন বাস্তব জীবনেও অনেকে এমনটা ঘটাচ্ছে বিষয়টি নিয়ে আপনি কী ভাবছেন? তাদের এমন কথা শোনার পর আলী ফজল নিজেই ভেঙে পড়েছিলেন সম্প্রতি সে ঘটনা স্মৃতিচারণ করে বলেছেন, আমি ভেঙে পড়েছিলাম আমি তখন একেবারে সাদাসিধে তরুণ কলেজের দ্বিতীয় বর্ষে পড়ি

ঘটনায় ডিপ্রেশনে আক্রান্ত হয়েছিলেন ফজল তার কথায়, আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম রাজু স্যার (থ্রি ইডিয়টসের পরিচালক রাজকুমার হিরানি) অন্যদের বিষয়টি জানানোর পর তারা বলেছিলেন, যারা এমনটা বলে তাদের বলো ছবির প্রযোজকের সঙ্গে কথা বলতে এবং তুমি নিয়ে মাথা ঘামিও না

রাজকুমার হিরানি ভারতীয় লেখক চেতন ভগতের ফাইভ পয়েন্ট মানওয়ান উপন্যাস অবলম্বেনে থ্রি ইডিয়টস নির্মাণ করেন ছবিতে ছিলেন আমির খান, মাধবন, শারমান জোশি, কারিনা কাপুর, ইরানি বোমান

আগাথা ক্রিস্টির উপন্যাস অবলম্বনে নির্মিত ডেথ অন দ্য নাইল ছবিতে আলী ফজলকে দেখা যাবে অনেক আন্তর্জাতিক তারকার সঙ্গে

 

সূত্র: এনডিটিভি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন