হেলেন কেলারের জন্মদিনে দেশ-বিদেশে স্বপ্নদল

ফিচার প্রতিবেদক

বিশ্বের বিস্ময় হেলেন কেলার তার ১৪১তম জন্মবার্ষিকী হেলেন কেলারস্ ডে ২০২১ উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের স্বনামখ্যাত নাট্যসংগঠন ঢাকুরিয়া নাট্যমুখ আয়োজন করছে আন্তর্জাতিক অনলাইন থিয়েটার ফেস্টিভ্যাল ২০২১ এর শেষ দিনে ২৭ জুন রাত ৮টায় (ভারত সময় সাড়ে ৭টা) দলটির ফেসবুক পেজ ইউটিউিব চ্যানেল থেকে সম্প্রচার হবে নাট্যসংগঠন স্বপ্নদলের দেশ-বিদেশে প্রশংসিত মনোড্রামা হেলেন কেলার

এদিকে দিবসটি উদযাপনের জন্য স্বপ্নদল দেশে আয়োজন করেছে ফেসবুক লাইভ আলোচনা মনোড্রামা হেলেন কেলার-এর আংশিক অভিনয় স্বপ্নদলের প্রতিষ্ঠাতা প্রধান সম্পাদক জাহিদ রিপনের ফেসবুক থেকে অনুষ্ঠানটি সম্প্রচার হবে জাহিদ রিপনের সঞ্চালনায় এতে অতিথি আলোচক হিসেবে থাকবেন ভারতের আসামের গুয়াহাটির উইংস থিয়েটারের প্রতিষ্ঠাতা ভারতের হেলেন কেলার ভূমিকার অভিনেত্রী নাট্যজন কিসমত বানো, ভারতের মহারাষ্ট্রের পুনেস্থ নাট্যসংগঠন অগ্নিমিত্রের সংগঠক-অভিনেতা নাট্যজন সমীরণ ভৌমিক, জাপানের টোকিওর সাংস্কৃতিক সংগঠক দম্পতি তিথি-খন্দকার আসলাম হীরা, স্বপ্নদলের হেলেন কেলার ভূমিকার অভিনেত্রী নাট্যজন জুয়েনা শবনম প্রমুখ

প্রসঙ্গত, হেলেন কেলার প্রযোজনাটি দেশ দেশের বাইরে ২০১৮- জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে, ভারতের কলকাতায় প্রাচ্য নিউ আলিপুর আয়োজিত পূবের নাট্যগাথা আন্তর্জাতিক নাট্যোৎসব ২০১৮- প্রদর্শনীসহ পর্যন্ত ৩২টি সফল মঞ্চায়নের মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে পাশাপাশি দেশের সীমা ছাড়িয়ে ভারতের রবীন্দ্রনগর নাট্যায়ূধ আয়োজিত ইন্টারন্যাশনাল ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যাল ২০২০, ভারতের থিয়েটার শাইন আয়োজিত ইন্টারন্যাশনাল ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যাল ২০২০, ভারতের থিয়েটার ইন এডুকেশন আয়োজিত ইন্টারন্যাশনাল ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যাল ২০২১- দর্শকনন্দিত প্রদর্শনীসহ ভারতের অগ্নিমিত্রের আন্তর্জাতিক ফেসবুক লাইভ শ্রুতির সেতুবন্ধন- শ্রুতিনাট্যরূপে উপস্থাপন প্রভৃতির মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলেও স্মরণীয় গ্রহণযোগ্যতা পেয়েছে হেলেন কেলার প্রযোজনাটি কুয়েতের বিশ্বখ্যাত একটি নাট্যোৎসবে মঞ্চায়নের জন্যও আমন্ত্রিত হয়েছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন