কঠোর লকডাউনে ব্যাংক খোলা থাকলে পুঁজিবাজারও খোলা

নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আগামী সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে শুরু হতে যাচ্ছে কঠোর লকডাউন। এই কঠোর লকডাউনের মধ্যে ব্যাংক খোলা থাকলে পুঁজিবাজারও খোলা থাকবে বলে জানা গেছে।

  বিষয়ে নিশ্চিত করে বিএসইসির নির্বাহী পরিচালক মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বণিক বার্তাকে বলেন, সোমবার থেকে শুরু হতে যাওয়া কঠোর লকডাউনে যদি ব্যাংক খোলা থাকে তাহলে পুঁজিবাজারও খোলা থাকবে। সেই সাথে ব্যাংক লেনদেনের সময় এর উপর পুঁজিবাজারের লেনদেনের সময় নির্ধারণ করা হবে।

 প্রসঙ্গত, সোমবার (২৮ জুন) থেকে সাত দিন সারা দেশে কঠোর লকডাউন চলবে। সময় সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। বিধি-নিষেধের বিষয়ে আরও বিস্তারিত জানাতে শনিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি করা হবে। শুক্রবার (২৫ জুন) তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এসব তথ্য জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন