বিএসইসির ৭৭৯তম কমিশন সভা

ইউনিয়ন ইন্স্যুরেন্সের আইপিও এবং শান্তার ফান্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্তির মাধ্যমে ১৯ কোটি টাকা সংগ্রহ করবে এজন্য ইউনিয়ন ইন্স্যুরেন্সের আইপিও অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিএসইসির ৭৭৯তম কমিশন সভায় অনুমোদন দেয়া হয়েছে

তথ্য মতে, ইউনিয়ন ইন্স্যুরেন্স প্রতিটি ১০ টাকা মূল্যে কোটি ৯২ লাখ ৬০ হজার ৯০৪টি শেয়ার ইস্যুর মাধ্যমে ১৯ কোটি ৩৬ লাখ হাজার ৪০ টাকা পুঁজিবাজার থেকে উত্তোলন করবে

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ফিক্সড ডিপোজিট, পুঁজিবাজারে বিনিয়োগ, ফ্লোর ক্রয় আইপিও খরচ খাতে ব্যয় করবে

২০২০ সালের ৩০ সেপ্টেম্বর অনুযায়ী নিরীক্ষিত আর্থিক বিবরণী ছাড়া কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা পয়সা (সম্পদ পুনর্মূল্যায়নসহ) এবং কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে (ইপিএস) ৯৩ পয়সা

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট

উল্লেখ্য, ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের মাধ্যমে কোম্পানিটির সাধারণ শেয়ারের চাঁদা গ্রহণ শুরুর দিন থেকে পূর্ববর্তী পঞ্চম কার্যদিবস শেষে চাঁদা প্রদানে ইচ্ছুক যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে স্বীকৃত পেনশন ফান্ড এবং স্বীকৃত প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে তালিকাভুক্ত সিকিউরিটিজে বাজারমূল্যে ন্যূনতম ৫০ লাখ টাকা এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের ক্ষেত্রে তালিকাভুক্ত সিকিউরিটিজে বাজারমূল্যে ন্যূনতম কোটি টাকা বিনিয়োগ থাকতে হবে

এছাড়া কমিশন সভায় বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড শান্তা ফিক্সড ইনকাম ফান্ড খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ১০ কোটি টাকা ফান্ডটির উদ্যোক্তা হিসেবে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড কোটি টাকা প্রদান করবে এবং বাকি কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে ফান্ডটির ইউনিটপ্রতি অভিহিত মূল্য ১০ টাকা

ফান্ডটির উদ্যোক্তা সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করছে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড

এছাড়া ফান্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করছে যথাক্রমে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ব্রাক ব্যাংক লিমিটেড

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন