সর্ববৃহৎ বন্ডের ইস্যু ব্যবস্থাপনায় দুই মার্চেন্ট ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

দেশের বন্ড মার্কেটে সর্ববৃহৎ শরিয়াহভিত্তিক সুকুকের অনুমোদন পেয়েছে বেক্সিমকো লিমিটেড হাজার কোটি টাকার সুকুকের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে ছিল সিটি ব্যাংকের সাবসিডিয়ারি সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স লিমিটেড এবং রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের সাবসিডিয়ারি অগ্রণী ইকুইটি অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড দেশের মার্চেন্ট ব্যাংকগুলোর ক্ষেত্রেও টাকার অংকের এত বড় বন্ড ইস্যুর ব্যবস্থাপনার ঘটনা এটিই প্রথম

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছ থেকে ২০১০ সালে পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনার লাইসেন্স পায় সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স ২০১১ সালে প্রতিষ্ঠানটি সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) কাছ থেকে কাস্টডিয়ার ডিপোজিটরি পার্টিসিপেন্টের (ডিপি) লাইসেন্স পায় ২০১১ সাল থেকেই সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে

সুকুক বন্ডের বিষয়ে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরশাদ হোসেন বণিক বার্তাকে বলেন, এর মাধ্যমে দেশের বন্ড মার্কেটে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে মার্চেন্ট ব্যাংক হিসেবে ধরনের এবং টাকার অংকে এত বড় বন্ডের কাজ এটিই প্রথম আমাদের টিম বন্ডটির ইস্যু ব্যবস্থাপনার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি অনেকেই বন্ড ইস্যুর জন্য আমাদের সঙ্গে যোগযোগ করছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন