দেশের সাত জেলায় নৌ চলাচল বন্ধ থাকবে

বণিক বার্তা অনলাইন

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি এবং মৃত্যুহার বেড়ে যাওয়ায় দেশের সাত জেলায় নৌ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সোমবার সংস্থাটির নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে ওই সাত জেলায় চলাচলে বিধিনিষেধসহ সার্বিক কার্যাবলি বন্ধ রাখার কথা বলা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২২ জুন সকাল ৬টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত জেলাগুলোর সার্বিক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

জেলাগুলো হলো- মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ।

বিজ্ঞপ্তিতে বিআইডব্লিউটিএ জানায়, জেলাগুলোর নৌপথে অর্থাৎ ঢাকা-মাদারীপুর, ঢাকা-মিরকাদিম/মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ/চাঁদপুর/নড়িয়া, শিমুলিয়া (মুন্সীগঞ্জ) বাংলাবাজার (মাদারিপুর)/মাঝিকান্দি (শরিয়তপুর), আরিচা (মানিকগঞ্জ)-কাজিরহাট, পাটুরিয়া (মানিকগঞ্জ)-দৌলতদিয়া (রাজবাড়ী) নৌপথসহ উল্লেখিত জেলার সংশ্লিষ্ট নৌপথে সকল ধরণের যাত্রীবাহী নৌযানের (লঞ্চ/স্পিডডবোট/ট্রলার) চলাচল বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এতে বলা হয়, জেলাগুলোর লঞ্চঘাট ব্যতীত দেশের যেকোনো স্থান হতে ছেড়ে যাওয়া যাত্রীবাহী নৌযানসমূহ পথিমধ্যে মাদারীপুর, পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মিরকাদিম লঞ্চঘাট থেকে ছাড়া বা ভেড়াতে পারবে না।

তবে পণ্য পরিবহন এবং জরুরি সেবা প্রদানকারী নৌযানের ক্ষেত্রে এই আদেশ কার্যকর হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন