বরিশালে নির্বাচনী সহিংসতায় ২ জন নিহত

বণিক বার্তা অনলাইন

বরিশাল বিভাগে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় দুই জন মারা গেছেন। এসময় আহত হয়েছেন অন্তত এগারো জন।

নিহতের স্বজনরা জানান,  ভোট দেয়ার জন্য দুই দিন আগে ঢাকা থেকে  গৌরনদী উপজেলায় আসেন মৌজে আলী মৃধা খাঞ্জাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কমলাপুর ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে বের হওয়ার পর দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়

এসময় বোমার আঘাতে ঘটনাস্থলেই বৃদ্ধ মৌজে আলী মৃধা মারা যান এসময় চেয়ারম্যান পদপ্রার্থী ফিরোজ মৃধাসহ কমপক্ষে ১০ জন আহত হ

পুলিশ জানায়, আহতদের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে তারা ব্যাপক ফাঁকা গুলি চালিয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অপর ঘটনাটি ঘটে ভোলা চরফ্যাশন উপজেলা হাজারিগঞ্জ ইউনিয়নেসোমবার সকালে ৫ নং ওয়ার্ডের চর ফকিরা কোয়াইড প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মধ্যে সংঘর্ষ হয়। এসময় মনির নামের একজন গুলিবিদ্ধ হন, গুরুতর আহত অবস্থায় তাকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

ভোলার পুলিশ সুপার সরকার মোঃ কায়সার জানান, দুই মেম্বর প্রাথীর মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ১২ রাউন্ড গুলি চালিয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন