টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী দুই নৌকাকে জরিমানা

বণিক বার্তা প্রতিনিধি, সুনামগঞ্জ

করোনাভাইরাস সংক্রমণ রোধে প্রশাসনের বেঁধে দেয়া নিষেধাজ্ঞা অমান্য করে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর এলাকায় পর্যটকাবাহী নৌকা নিয়ে ঘোরাঘুরি করা দুই নৌকার মাঝিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

রোববার বিকেলে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি নৌকাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

 

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে পর্যটন কেন্দ্রসমূহ সরকারিভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ধারাবাহিকতায় গত শুক্রবার জেলার তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরসহ সকল পর্যটন এলাকায় পর্যটকদের জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা দেয় উপজেলা প্রশাসন। 

 

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির জানানসারাদেশের সাথে টাঙ্গুয়ার হাওরসহ বিভিন্ন পর্যটন এলাকায় পর্যটকদের জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নৌকা পর্যটকদের নিয়ে অবাধে ঘোরাঘুরি করার অপরাধে দুই নৌকার মাঝিকে জরিমানা করা হয়েছে।

 

পর্যটকদের উদ্দেশ্যে বলব, তারা যেন এই মহামারীর মধ্যে টাঙ্গুয়ার হাওরে না আসেন। শুধু পর্যটনস্পটগুলোই নয়, পুরো উপজেলা জুড়ে স্বাস্থ্যবিধি রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন