এসএমই ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন

নতুন উদ্যোক্তাদের জন্য ১০ বছরের কর অবকাশ সুবিধার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

এসএমই খাতের নতুন উদ্যোক্তাদের জন্য ১০ বছরের কর অবকাশ সুবিধার প্রস্তাব দিয়েছে এসএমই ফাউন্ডেশন এছাড়া এসএমই রফতানিকারক প্রতিষ্ঠানের জন্য রফতানির বিপরীতে ন্যূনতম ২০ শতাংশ হারে নগদ সহায়তা দেয়ার প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি এসএমই ফাউন্ডেশন আয়োজিত গতকালের এক ভার্চুয়াল সংবাদ সম্মেলন থেকে এসব প্রস্তাব দেয়া হয়

সংবাদ সম্মেলনে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের খাতসংশ্লিষ্ট বিভিন্ন দিক তুলে ধরা হয় এতে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক . মো. মাসুদুর রহমান ব্যবস্থাপনা পরিচালক . মো. মফিজুর রহমান বক্তব্য রাখেন

সংবাদ সম্মেলন থেকে প্রস্তাবিত বাজেটে ১৪টি এসএমই-বান্ধব প্রস্তাব গ্রহণ করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এসএমই ফাউন্ডেশন তবে বাজেট পাসের আগে বিবেচনার জন্য এসএমই-বান্ধব আরো কয়েকটি প্রস্তাব জাতীয় রাজস্ব বোর্ডের কাছে পাঠানো হবে বলে জানানো হয়

এসব প্রস্তাবের বিষয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমানে বার্ষিক টার্নওভার ৫০ লাখ টাকা হতে কোটি টাকা পর্যন্ত শতাংশ হারে টার্নওভার কর নির্ধারণ করা আছে তবে এসএমই খাতের প্রকৃত উন্নয়নের জন্য টার্নওভার করহার কমানো প্রয়োজন বলে মনে করে ফাউন্ডেশন এছাড়া বর্তমানে এসএমইসহ সব রফতানিকারক শিল্পের জন্য করপোরেট কর ৩৫ শতাংশ হারে প্রযোজ্য যদিও তৈরি পোশাক রফতানির ওপর নিম্নতর হার নির্ধারণ করা আছে এজন্য এসএমই রফতানিকারকদের জন্য করপোরেট কর আরো হ্রাস করার প্রস্তাব করতে চায় ফাউন্ডেশন

সরকারি প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট পরিমাণ পণ্য বা সেবা এমএসএমই উদ্যোক্তা প্রতিষ্ঠান থেকে ক্রয় নিশ্চিতকরণের প্রস্তাব দিয়েছে এসএমই ফাউন্ডেশন সংবাদ সম্মেলনে বলা হয়, এসএমইদের থেকে নির্দিষ্ট কিছু পণ্য বা সেবা ক্রয়ের জন্য সরকারি প্রতিষ্ঠানের ওপর বাধ্যবাধকতা সৃষ্টি করা যেতে পারে লক্ষ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ মূল্যায়ন বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে আগামী অর্থবছরের জন্য এর বাইরে আরো কয়েকটি প্রস্তাব বিবেচনার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে পাঠাবে এসএমই ফাউন্ডেশন

সংবাদ সম্মেলনে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন বলেন, এসএমই ফাউন্ডেশনের উদ্যোগের ফলে এসএমই খাতের উন্নয়নে সরকারের নজর আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেড়েছে এর ফলে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের পক্ষে কভিড-১৯-এর ক্ষতি কাটিয়ে ওঠা সহজতর হচ্ছে

তিনি আরো বলেন, নভেল করোনাভাইরাসের ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের বিশেষ প্রণোদনা প্যাকেজের মধ্যে চলতি জুনের মধ্যে ১০০ কোটি টাকা ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের মাঝে বিতরণ করতে সক্ষম হবে এসএমই ফাউন্ডেশন

. মো. মফিজুর রহমান তার বক্তব্যে বলেন, এসএমই খাতের টেকসই উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে ২০১১-১২ অর্থবছর থেকে প্রতি অর্থবছরে এসএমই ফাউন্ডেশন জাতীয় বাজেটে ট্যাক্স, ভ্যাট, ট্যারিফ আর্থিক প্রণোদনা ইত্যাদি বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়ে আসছে এর মধ্যে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংশ্লিষ্ট সংস্থার কাছে মোট ৩৯৬টি প্রস্তাব দেয়া হয় এর মধ্যে ৭১টি গৃহীত হয়েছে, জাতীয় বাজেটে যা প্রতিফলিত হয়েছে

এর আগে আগামী অর্থবছরের জন্য বিভিন্ন এসএমই অ্যাসোসিয়েশন বাণিজ্য সংগঠনের পক্ষ থেকে প্রস্তাব গ্রহণ করে এসএমই ফাউন্ডেশন ১৫টি অ্যাসোসিয়েশন বাণিজ্য সংগঠনের কাছে আগামী বাজেটের জন্য এসএমই খাতসংশ্লিষ্ট শতাধিক প্রস্তাব পাওয়া যায় পরবর্তী সময়ে তাদের সঙ্গে দুটি যৌক্তিকীকরণ সভার আয়োজন করে ফাউন্ডেশন এর পরিপ্রেক্ষিতে ৬৮টি প্রস্তাব চূড়ান্ত করা হয় এনবিআরে জমা দেয়া হয় যার অনেকগুলো প্রস্তাবই এবারের বাজেটে প্রতিফলিত হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন