ইস্পাত উৎপাদন বাড়ানোর পরিকল্পনা ইরানের

বণিক বার্তা ডেস্ক

আগামী বছরের মার্চে শেষ হতে যাওয়া চলতি পঞ্জিকা বর্ষে ইরানের স্টিল উৎপাদন আগের বছরের তুলনায় ২৭ দশমিক শতাংশ বৃদ্ধির পরিকল্পনা করছে দেশটি সময়ের মধ্যে দেশটির ইস্পাত উৎপাদন বাড়িয়ে কোটি ২০ লাখ টন করার কথা জানিয়েছে দেশটির ইস্পাত উৎপাদকদের সংগঠন ইরানিয়ান স্টিল প্রডিউসার্স অ্যাসোসিয়েশন (আইএসপিএ) খবর তেহরান টাইমস

দেশটির শিল্প, খনি বাণিজ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ইরানের ইস্পাত উৎপাদনকারী সংস্থাগুলো গত পঞ্জিকা বর্ষে সাকল্যে কোটি ৮৩ লাখ ৭৪ হাজার টন ইস্পাত উৎপাদনে সক্ষম হয়

চলতি বছর মন্ত্রণালয়ের কর্মসূচি অনুযায়ী, কোটি ৩০ লাখ টন ইস্পাতজাত পণ্য উৎপাদন কর্মসূচি হাতে নিয়েছে দেশটি যদিও গত বছর ধরনের কোটি ২৫ লাখ টন পণ্য তৈরি করে ইরান

চলতি বছর ইরানের পরিশোধিত ইস্পাত উৎপাদনের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কোটি ৩০ লাখ টন গত বছর এর পরিমাণ ছিল কোটি ৫০ লাখ টন সে হিসেবে বছর দেশটির পরিশোধিত ইস্পাত উৎপাদন ২০ লাখ ৫০ হাজার টন বাড়ানোর পরিকল্পনা ইরানের

ইরানের শিল্প মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত পঞ্জিকা বর্ষে দেশটির প্রধান উৎপাদক প্রতিষ্ঠানগুলো থেকেই কেবল আসে কোটি ২৫ লাখ ৪০ হাজার টন ইস্পাত, যা আগের বছরের তুলনায় শতাংশ বেড়েছিল

এদিকে চলতি পঞ্জিকা বর্ষের প্রথম দুই মাসে (মার্চ-মে) ১০ লাখ ১৪ হাজার টন ইস্পাত রফতানি করে ইরানের উৎপাদক প্রতিষ্ঠানগুলো, যা ছিল আগের বছরের একই সময়ের তুলনায় ২৪৬ শতাংশ বেশি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন