ইইউর গমে রফতানি শুল্ক বৃদ্ধির সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা

বণিক বার্তা ডেস্ক

চীনের কাছে ফ্রান্সের গম বিক্রি, রোমানিয়ায় উৎপাদিত গমের বহুল চাহিদা এবং জার্মান বাল্টিক অঞ্চলে প্রতিযোগিতামূলক দামের কারণে পরবর্তী মৌসুমের শুরুতেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) গমের রফতানি বাড়ছে এতে অঞ্চলের রফতানি শুল্ক বৃদ্ধির সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা সাম্প্রতিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এমনটাই জানিয়েছেন বিশ্লেষক ব্যবসায়ীরা খবর রয়টার্স

কৃষি অর্থনীতি গবেষণা বিশ্লেষণ ব্যুরো স্ট্র্যাটেজি গ্রেইন-এর বিশেষজ্ঞ লরেন্ট ক্যাস্ট্রে বলেন, যদিও আগের মাসের খরা গরম আবহাওয়ায় চলতি বছর গম উৎপাদনের ওপর একটা প্রভাব ফেলেছে; তবু বর্তমান পরিস্থিতি বেশ অনুকূলে রয়েছে আগামী জুলাইয়ে শুরু হতে যাওয়া নতুন মৌসুমে ইইউর গম সরবরাহ বেশ বাড়তে যাচ্ছে বলে মনে করেন তিনি

গমের তুলনামূলক বাজারদর আসন্ন মৌসুমে ইইউর রফতানি মূল্য বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে তবে রাশিয়া থেকে একটা বড় পরিমাণের গম উৎপাদনের প্রত্যাশা এবং দেশটির শস্যের জটিল দরদাম রফতানি কর এতে বিশেষভাবে প্রভাবক হিসেবে কাজ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা

জার্মানির এক ব্যবসায়ী বলেন, রাশিয়ান রফতানি বাধা যদি আগের মতো থেকে যায়, তবে ইইউর গমের চাহিদায় পরিবর্তন আসবে

ইউরোপের সফট হুইট বা সাদা গমের রফতানি বিষয়ে স্ট্র্যাটেজি গ্রেইনের গত সপ্তাহের পূর্বাভাস বলছে, রোমানিয়া বুলগেরিয়ার পাশাপাশি জার্মানি, পোল্যান্ড বাল্টিক রাষ্ট্রগুলোয় গমের আকর্ষণীয় মূল্য পাওয়ার কথা রয়েছে

ব্যবসায়ী বিশেষজ্ঞদের মতে, রোমানিয়ার ভারি বৃষ্টিপাত ফসলটির মানের ওপর প্রভাব ফেলতে পারে কিন্তু বৈশ্বিক সরবরাহ খাদ্যশস্যের সংকটের কারণে গমের একটি প্রস্তুত বাজারই পাবে দেশটি তারা বলছেন, ইইউর গমের শীর্ষ আমদানিকারক দেশ ফ্রান্সও চলতি বছর পরপর তৃতীয়বারের মতো চীনের শীর্ষ সরবরাহকারী হতে যাচ্ছে

ব্যবসায়ীদের দেয়া পরিসংখ্যান বলছে, বসন্ত মৌসুমের প্রথম দিকে সংগৃহীত গমের ১০ লাখ টনেরও বেশি কিনবে ফ্রান্স আগামী বছরের মে মাসের শেষে এর পরিমাণ তিন লাখ টন ছাড়িয়ে যাবে

অন্যদিকে চীনের বিশাল চাহিদা ফ্রান্সের গমের মূল্যবৃদ্ধিতেও একটা সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন তারা তবে অন্য দেশগুলোয় ফ্রান্সের গমের পর্যাপ্ত বিক্রয় নিয়ে সন্দেহ পোষণ করছেন ব্যবসায়ীরা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন