ব্যতিক্রমী চরিত্রে অভিনয় আমার কাছে উপভোগ্য

প্রথম চলচ্চিত্রে অভিনয় করেই জাতীয় পুরস্কার জিতে নেন সুনেরাহ বিনতে কামাল সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের উদ্যোগে নির্মিতব্য চলচ্চিত্র অন্তর্জাল- নিজের অভিনয়ের নানা দিক নিয়ে কথা বলেন বণিক বার্তার সঙ্গে সাক্ষাত্কার নিয়েছেন মুহাম্মাদ আসাদুল্লাহ

আইসিটি ডিভিশনের উদ্যোগে একটি সিনেমায় আপনি অভিনয় করছেন ছবিতে আপনার চরিত্রটি নিয়ে যদি বলতেন...

সবাই জেনে গেছে এটা সাইবার থ্রিলারধর্মী একটি সিনেমা আমার চরিত্রের নাম প্রিয়ম সে বুয়েটের শিক্ষার্থী তার আগ্রহের বিষয় রোবোটিকস সিনেমায় সাইবার ওয়ার মোকাবেলায় আমরা কতটা প্রস্তুত সেই চিত্র ফুটে উঠবে

রোবোটিকস নিয়ে আপনার আগ্রহ কিংবা অভিজ্ঞতা আছে?

রোবট নিয়ে অভিজ্ঞতা নেই তবে আমার পড়াশোনায় কিছু সাবজেক্ট ছিল আইটির এছাড়া কোডিং, হ্যাকিং বিষয়ে জানার আগ্রহ তো ছিলই আইটির কিছু বিষয় জানি বাকি সব জানার চেষ্টা করছি

কীভাবে জানছেন?

পড়াশোনা করছি আমাদের ওয়ার্কশপ চলছে আইটি সংশ্লিষ্টরা ক্লাস করাচ্ছেন আমাদের এভাবে বেসিক বিষয়গুলো জানছি

এর আগে ডরাই চলচ্চিত্রে একজন সার্ফারের চরিত্রে অভিনয় করলেন এবার করছেন আইটি-সংশ্লিষ্ট চরিত্র ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করতে কেমন লাগে?

আমি অভিনয় করি ব্যতিক্রমী সব চরিত্রে হাজির হওয়ার জন্য আমি চাই দর্শক বিভিন্ন চরিত্রে আমাকে দেখুক আমি চেষ্টা করছি এবং ইচ্ছাও আছে এমন ব্যতিক্রমী সব চরিত্রে অভিনয়ের আমার জন্য বিষয়টা খুবই উপভোগ্য

এমন কোনো চরিত্র আছে যাতে অভিনয় করার খুব ইচ্ছা আপনার?

আছে তো বটেই তবে আমি বলে আর কী হবে? আমি সব টাইপের চরিত্রেই কাজ করতে চাই তবে সাইকোপ্যাথ-জাতীয় চরিত্রে কাজের খুব ইচ্ছা আমার আমি একটা সিরিজ দেখতাম ইউ নামে ওখানে একটা চরিত্র ছিল সাইকোপ্যাথ এসব চরিত্র সাধারণত অনেক চ্যালেঞ্জিং হয় আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি

প্রথম চলচ্চিত্রে অভিনয় করেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন আত্মবিশ্বাস বাড়িয়েছে, না প্রত্যাশার চাপ সৃষ্টি করেছে?

দুটোই প্রথমত, আমি খুবই আত্মবিশ্বাসী হয়েছি যে চলচ্চিত্রে যারা প্রবীণ বোদ্ধা তারা আমাকে স্বীকৃতি দিয়েছেন তারা আমাকে মোটিভেট করেছেন আবার মনে হচ্ছে সবার চোখ এখন আমার দিকে আমি কী করব দেখার জন্য তাকিয়ে আছে সবাই এই প্রেসারটাও মনের ওপর চাপ ফেলে মাঝে মাঝে

নাচ, গান, অ্যাকশনে ভরপুর বাণিজ্যিক চলচ্চিত্রে কবে দেখা যাবে আপনাকে?

কবে দেখা যাবে সেটা তো বলতে পারছি না তবে আমার নাচ, গান করতে কোনোই সমস্যা নেই কারণ আমি নাচের মানুষ একটা সুন্দর, লজিক্যাল স্ক্রিপ্ট পেলে অবশ্যই করব

এখন ছোট পর্দার শিল্পীরা বড় পর্দায় কাজ করছেন, বড় পর্দার শিল্পীরাও ছোট পর্দায় কাজ করছেন আপনার ক্ষেত্রে ছোট পর্দা, বড় পর্দার কোনো বিবেচনা আছে কিনা?

আমার কোনোই সমস্যা নেই তবে মনে হয়, ছোট পর্দার কাজের যে ধারা, সেটা আমার জন্য না আমার কাজ করতে সমস্যা বিষয়টা এমন না কিন্তু ছোট পর্দায় দ্রুত সবকিছু করা, এক-দুদিনে একটা প্রজেক্ট নামানো, আমি এগুলো সাপোর্ট করি না আমার মনে হয় একটা চরিত্রে স্থির হওয়ার জন্য সময়টা দরকার ছোট পর্দায় সেই সময়টা কম সবকিছু দ্রুত করতে হয়

একটা ওয়েব সিরিজেও কাজ করেছেন আগামী ঈদে দর্শকের সামনে আসবে ওয়েব সিরিজে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?

খুবই ভালো লেগেছে ওয়েব সিরিজ নির্মাণের ক্ষেত্রে দেখেছি অ্যারেঞ্জমেন্ট ভালো থাকে, ম্যানেজমেন্টও ভালো থাকে, বাজেটও সবকিছু গুছিয়ে শান্তিতে কাজ করা যায়

আগামীতে কোনো ওয়েব ফিল্মে দেখা যাবে?

আমি এখন পুরোপুরি মনোযোগ দিচ্ছি অন্তর্জাল সিনেমায় এটা শেষ করে তারপর অন্য কাজ হাতে নেব

দেশে এমন পরিচালক আছে, যার পরিচালনায় কাজ করার স্বপ্ন দেখেন?

অনেকেই আছেন নাম বলতে গেলে অনেক বলা যায় পিপলু ভাইয়ের সঙ্গে একটা টিভিসিতে কাজ করেছি ওনার সঙ্গে কাজ করার ইচ্ছা আছে আদনান আল রাজীব, রেদওয়ান রনিসহ অনেকেই আছে তিনটা নাম এই মুহূর্তে মাথায় এল বলে বললাম আরো অনেকেই আছে

দেশের বাইরে কাজের সুযোগ পেলে করবেন?

বাইরে সুযোগ হলে করব না তা না, তবে অবশ্যই সবকিছু আমার পছন্দ হতে হবে

ডরাইতে আপনার অভিনয়ের প্রশংসা করেছে সবাই এরপর কলকাতা থেকে কাজের প্রস্তাব পেয়েছেন?

একদম পাইনি এটা বলব না তবে আমার ভাগ্যটা বোধহয় খারাপ ডরাই রিলিজের পর পরই লকডাউন শুরু হলো সবকিছু তো থেমে গেল এরপর ফলে যে লেবেলে আলোচনা হয়েছে সেটাকে কাজের প্রস্তাব বলা যাচ্ছে না

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন