ব্রেক্সিট ও কভিডের প্রভাব

ইউরোপে ব্রিটিশ খাদ্য ও পানীয় রফতানি অর্ধেক কমেছে

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের প্রথম প্রান্তিকে ইউরোপীয় অঞ্চলে যুক্তরাজ্যের খাদ্য পানীয় রফতানি প্রায় অর্ধেকে নেমে এসেছে গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে রফতানি পরিমাণে হ্রাসের হার দেখা দিয়েছে বলে জানায় যুক্তরাজ্যের ফুড অ্যান্ড ড্রিংক ফেডারেশন (এফডিএফ) এফডিএফের তথ্যে দেখা যায়, গত বছরের এই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে খাদ্য পানীয় রফতানি ৪৭ শতাংশ কমেছে খবর বিবিসি

যুক্তরাজ্যের খাদ্য পানীয় উৎপাদকদের সংগঠন এফডিএফ জানায়, মূলত ব্রেক্সিটের কারণে যুক্তরাজ্যের ব্যবসাকেন্দ্রিক নীতিতে কিছু পরিবর্তন আসায় রফতানির পরিমাণে হ্রাসের হার ঘটেছে পাশাপাশি কভিড-১৯ মহামারীর কারণেও রফতানি হ্রাস পেয়েছে বলে জানায় তারা তবে দেশটির সরকারি সূত্র বলছে, ব্রেক্সিটের প্রভাব নিয়ে এখনই কোনো ধরনের চূড়ান্ত উপসংহার টানার সময় হয়নি

সরকারি মুখপাত্র জানান, জাতীয় পরিসংখ্যান দপ্তরের সর্বশেষ বাণিজ্য পরিসংখ্যান অনুযায়ী মার্চ এপ্রিলে ইউরোপে সামগ্রিক রফতানি বেড়েছে দুই মাসের মোট রফতানির পরিমাণ ২০২০ সালে মাসভিত্তিক গড় রফতানির পরিমাণকে ছাড়িয়ে গেছে

অ্যালকোহল প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্কাই ওয়েভ জিনের সহপ্রতিষ্ঠাতা সহ-উৎপাদক র্যাচেল হিকস জানান, ব্যবসায় লালবাতি জ্বলার মতো অবস্থা চলছে প্রথম প্রান্তিকে ইউরোপীয় অঞ্চলে তার কোম্পানির রফতানির পরিমাণ হঠাৎ করেই হ্রাস পেয়েছে ফলে তার টার্নওভার ৩০ শতাংশের মতো কমে এসেছে

তিনি বলেন, এশিয়া বর্তমানে জিন (এক ধরনের অ্যালকোহলজাত পানীয়) উৎপাদনের জন্য দ্রুত বর্ধনশীল একটি অঞ্চল হিসেবে পরিচিত হয়ে উঠছে ফলে তাদের কারণে সামগ্রিক বাজারে একটি অস্থিরতার সৃষ্টি হয়েছে

র্যাচেল হিসক বলেন, আমরা ইউরোপীয় গ্রাহকদের কাছে দ্রুতগতিতে জিন সরবরাহ করতে ব্যর্থ হচ্ছি বহির্বিশ্বে জিন রফতানির সময় প্রতিবারই আমাদের রাজস্ব শুল্ক বিভাগের পরিদর্শন কার্যক্রমের জন্য অপেক্ষা করতে হয়

বারউইক শেলফিসের মুখপাত্র গ্রাহাম ফ্ল্যানিগান জানান, ইউরোপীয় অঞ্চলে তার কোম্পানির সামুদ্রিক খাদ্য রফতানির পরিমাণ মারাত্মকভাবে হ্রাস পেয়েছে মূলত ব্রেক্সিট লকডাউনের প্রভাবে এমনটা ঘটেছে বলে জানান তিনি গ্রাহাম বলেন, লজিস্টিক সিস্টেম আগের চেয়ে উন্নত হলেও পণ্যের জন্য আগের চেয়ে বেশি ব্যয় করতে হচ্ছে ফলে এটিরও একটি প্রভাব রফতানির ওপর পড়ছে

এফডিএফের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের প্রধান ডোমিনিক গৌডি জানান, রফতানিতে যে পরিমাণ নিম্নমুখী অবস্থা তৈরি হয়েছে তা খাতটির জন্য একটি ধস হিসেবে চিহ্নিত করা যায় তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যে নতুন বাণিজ্য বাধা তৈরি হয়েছে তার জন্য ব্রিটিশ উৎপাদকদের দীর্ঘমেয়াদে লোকসানের সম্মুখীন হতে হবে

এফডিএফ জানায়, ব্রেক্সিটের কারণে বাণিজ্য বাধাগুলোই শুধু রফতানি ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে না কভিড-১৯ সংক্রান্ত লকডাউনের কারণেও ইউরোপে ব্রিটিশ খাদ্য পানীয়ের রফতানি হ্রাস পেয়েছে ১০-১৫ শতাংশ পর্যন্ত কভিড-১৯ পূর্ববর্তী সময়ে ২০১৯ সালের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে ইউরোপে ব্রিটিশ খাদ্য পানীয়ের রফতানি হ্রাস পেয়েছে ৭২ শতাংশের মতো মাছের রফতানি হ্রাস পেয়েছে ৫২ শতাংশ চকোলেট রফতানি হ্রাস পেয়েছে ৩৭ শতাংশ

ইউরোপের বাজারে ব্রিটিশ খাদ্য পানীয়ের রফতানি সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে আয়ারল্যান্ডে দেশটিতে ব্রিটিশ রফতানির পরিমাণ কমেছে ৭০ শতাংশ জার্মানি, স্পেন ইতালিতে রফতানি হ্রাস পেয়েছে অর্ধেকের মতো এর আগে কয়েক দশক ধরে বৈশ্বিক রফতানির প্রায় অর্ধেক পরিমাণ খাদ্য পানীয় ইউরোপের বাজারগুলোতে সরবরাহ করত যুক্তরাজ্যের উৎপাদকরা

ইউরোপীয় অঞ্চলের ব্রিটিশ খাদ্য পানীয়ের রফতানি কমলেও ইউরোপীয় ইউনিয়নভুক্ত অঞ্চলের বাইরে ব্রিটিশ পণ্যের রফতানি সরবরাহ দাঁড়িয়েছে মোট রফতানির ৫৫ শতাংশ ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোতে ব্রিটিশ রফতানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে দশমিক শতাংশ এর মধ্যে চীনে রফতানির পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন