চট্টগ্রামের স্বাস্থ্যসেবায় অবদান রাখছে ইমপেরিয়াল হাসপাতাল

বণিক বার্তা অনলাইন

বৈশ্বিক মহামারী করোনাকালে বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র ইমপেরিয়াল হাসপাতাল অনন্য অবদান রেখেছে বলে মন্তব্য করেছেন হাসপাতালটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা.রবিউল হোসেন। রোববার হাসপাতালটির ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সন্মেলনে তিনি কথা বলেন

হাসপাতালের একাডেমিক কো-অর্ডিনেটর ডা. আরিফ উদ্দিন আহমেদ এর উপস্থাপনায় সংবাদ সন্মেলনে ইমপেরিয়াল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা.রবিউল হোসেন লিখিত বক্তব্যে বলেন২০১৯ সালের ১৫ জুন চট্টগ্রামস্থ ৪০০ শয্যা বিশিষ্ট আন্তর্জাতিক মানের ইমপেরিয়াল হাসপাতাল যাত্রা শুরু করে

করোনা পরিস্থিতিতে ভারতের প্রখ্যাত হার্ট সার্জন ডা. দেবী শেঠি প্রতিষ্ঠিত নারায়ানা হেলথের ডাক্তার, নার্স, টেকনিশিয়ান সমন্বয়ে গঠিত ৪০ জনের একটি টিম গত জানুয়ারী থেকে ইমপেরিয়াল হাসপাতালে চিকিৎসা সেবার মাধ্যমে ২৬টি ওপেন হার্ট সার্জারী, ২৩৯টি বিভিন্ন রকম প্রসিডিউরসহ বর্হিবিভাগে ৭০০০ এর অধিক রোগীর চিকিৎসা সেবা দিয়েছে।

এছাড়াও, চট্টগ্রাম শহরের বাইরে রোগীদের জন্য একটি মোবাইল টিমের মাধ্যমে  মহেশখালী, কুতুবদিয়া, সন্দীপ, উখিয়া ভাসানচরের মত প্রত্যন্ত অঞ্চল থেকে করোনা স্যাম্পল গ্রহণ ও চিকিৎসার ব্যবস্থা করে ইমপেরিয়াল হাসপাতাল একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন