ব্রাজিলে করোনায় মৃত্যু ৫ লাখ ছাড়াল

বণিক বার্তা অনলাইন

ব্রাজিলে কভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। কভিড-১৯ এ আক্রান্ত হয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি, দেশটিতে শীতকাল শুরু হতে যাওয়ায় এ পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। খবর বিবিসি।

অভিযোগ উঠেছে, সামাজিক দূরত্বসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রেসিডেন্টের উদাসীনতার ফলে এই পরিস্থিতি তৈরী হয়েছে। ব্রাজিলের স্বাস্থ্য ইন্সটিটিউট ‘ফিওক্রুজ’ বর্তমান পরিস্থিতিকে ‘‘ভয়াবহ’’ বলে আখ্যা দিয়েছে। দেশটির মাত্র ১৫ শতাংশ প্রাপ্ত বয়স্ক মানুষ টিকা নিয়েছে।

শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ব্রাজিলে শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৭৮ লাখ ৮৩ হাজার ৭৫০ জন, এদের মধ্যে পাঁচ লাখ ৮০০ জনের মৃত্যু হয়েছে।

কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যায় লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ইতোমধ্যেই শীর্ষে থাকা ব্রাজিল আরো উপরে উঠবে বলে ধারণা বিশেষজ্ঞদের।

শনিবার দেশজুড়ে হাজার হাজার ব্রাজিলীয় দেশটির প্রেসিডেন্ট বোলসোনারোর মহামারী ব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ করে। ব্যাপক মৃত্যুর জন্য তারা দেশটির প্রশাসনকে দায়ী করে প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন