ভারতে ৮০ দিন পর সর্বনিম্ন করোনা শনাক্ত

বণিক বার্তা অনলাইন

ভারতে করোনা পরিস্থিতি ধারাবাহিকভাবে উন্নতি করছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশটিতে ৫৮ হাজার ৪১৯ জনের কভিড শনাক্ত হয়েছে। এর ফলে ৮১ দিনের মধ্যে এই প্রথম দেশটির কভিড শনাক্তের সংখ্যা ৬০ হাজারের নিচে নেমেছে। খবর এনডিটিভি।

গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে আরো ১ হাজার ৫৭৬ জনের মৃত্যু হয়েছে, যা ছিলো গত ৬৩ দিনের মধ্যে সর্বনিম্ন। এর মধ্য দিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার ছাড়িয়েছে।

করোনা সংক্রমণে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে থাকা দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান দ্বিতীয়। বর্তমানে দেশটিতে কভিড শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৯৮ লাখে।

গত ২৪ ঘণ্টায় করোনা সক্রিয় থাকা রোগীর সংখ্যা ৩০ হাজার ৭৭৬ কমে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ২৯ হাজার ২৪৩ জনে। দৈনিক সুস্থ্য হওয়া রোগীর টানা ৩৮ ধরে নিম্নমুখী রয়েছে। সব সুস্থ্য হয়েছেন ৮৭ হাজার ৬১৯ জন।

ভারতের দৈনিক কভিড শনাক্তের দিক থেকে আজ সর্বোচ্চ সংখ্যক ১২ হাজার ৪৪৩ জন শনাক্ত হয়েছে কেরালায়। এর পরেই মহারাষ্ট্রে ৮ হাজার ৯১২ এবং তামিলনাড়ুতে ৮ হাজার ১৮৩ জনের কভিড-১৯ শনাক্ত হয়। তবে বিহার ও মহারাষ্ট্রে প্রকৃত মৃতের সংখ্যা পরিসংখ্যানে উঠে আসেনি বলে অভিযোগ উঠেছে

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন