সাবরাং ট্যুরিজম পার্কের ফটো কর্নার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

সাবরাং ট্যুরিজম পার্কের আইকনিক ফটো কর্নার উদ্বোধন করা হয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী গতকাল এর উদ্বোধন করেন

দেশের পর্যটন শিল্পের উন্নয়নের লক্ষ্যে তিনটি ট্যুরিজম পার্কের উন্নয়নকাজ করছে বেজা এসব পার্কে বিনিয়োগের জন্য এরই মধ্যে বিভিন্ন দেশী বিদেশী স্বনামধন্য প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করছে এর একটি হলো সাবরাং ট্যুরিজম পার্ক এটি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে অবস্থিত, যার আয়তন হাজার ৪৭ একর পার্কটি ঢাকা থেকে প্রায় ৪৫০ কিলোমিটার কক্সবাজার শহর থেকে প্রায় ৮২ কিলোমিটার দূরে অবস্থিত মেরিন ড্রাইভের মাধ্যমে ট্যুরিজম পার্কের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ রয়েছে তাছাড়া নিকটস্থ জাতীয় মহাসড়ক এন--এর মাধ্যমে ট্যুরিজম পার্কের সঙ্গে দেশের অন্যান্য এলাকার সড়ক যোগাযোগ বিদ্যমান

উদ্বোধনকালে বেজার নির্বাহী চেয়ারম্যান পার্কের নির্মাণকাজের অগ্রগতি তুলে ধরেন তিনি বলেন, ফটো কর্নার সাবরাংয়ের পরিচয় বহন করবে পর্যটকরা মেরিন ড্রাইভের সৌন্দর্যের পাশাপাশি ট্যুরিজম পার্ক পরিদর্শনের স্মৃতি ধরে রাখতে পারবেন আগামী তিন মাসের মধ্যে বিনিয়োগকারীরা এখানে হোটেল নির্মাণকাজ শুরু করবেন

জানা গেছে, সাবরাং ট্যুরিজম পার্কে এরই মধ্যে ১৯টি বিনিয়োগ প্রস্তাব অনুমোদিত হয়েছে ১৭২ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব পাওয়া গেছে, যার মাধ্যমে কর্মসংস্থান হবে প্রায় ১১ হাজার মানুষের সাবরাং ট্যুরিজম পার্কে এরই মধ্যে প্রশাসনিক ভবন, ডাইক নির্মাণ, ব্রিজ নির্মাণ, ছয় ভেন্ট স্লুইস গেট (রেগুলেটর) নির্মাণ এবং বিদ্যুৎ সংযোগের কাজ শেষ হয়েছে এছাড়া এখানে ভূমি উন্নয়ন কাজসহ পানি সরবরাহ লাইন বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ চলমান আছে দ্বিতীয় পর্যায়ে ভূমি উন্নয়নের জন্য আন্তর্জাতিক দরপত্র এবং দুটি গেট অভ্যন্তরীণ সড়ক নির্মাণে দরপত্র আহ্বান করা হয়েছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন