অনলাইন বিজ্ঞাপনে গুগলের আধিপত্য

চলতি বছরান্তে আনুষ্ঠানিক তদন্ত চালু করবে ইইউ

বণিক বার্তা ডেস্ক

চলতি বছর শেষ হওয়ার আগেই গুগলের জনপ্রিয় ডিজিটাল বিজ্ঞাপন ব্যবসার সার্বিক কার্যক্রম নিয়ে তদন্ত শুরু করবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিয়ন্ত্রক সংস্থা ইউরোপিয়ান কমিশন বিষয়ে অবগত ব্যক্তিদের সূত্রে তথ্য জানা গেছে খবর রয়টার্স

ইইউতে প্রতিযোগিতা নীতি লঙ্ঘন করছে গুগল অনেকদিন ধরেই এমন অভিযোগ উত্থাপিত হয়ে আসছিল গত এক দশকে অ্যালফাবেট নিয়ন্ত্রিত প্লাটফর্মটিকে ৯৮০ কোটি ডলার জরিমানা করেছে ইইউর নিয়ন্ত্রক সংস্থাটি অনলাইন শপিং, অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং অনলাইন বিজ্ঞাপনে প্রতিদ্বন্দ্বীদের কার্যক্রম সংকুচিত করায় জরিমানা করা হয়

বিজ্ঞাপনদাতা, প্রকাশক, মধ্যস্থতাকারী এবং প্রতিযোগীদের সঙ্গে গুগলের সম্পর্ক কেমন সে বিষয়েই ইইউ তদন্ত চালাবে বলে বিষয়ে অবগতদের বরাতে জানা গেছে

গত বছর শুধু অনলাইন বিজ্ঞাপন থেকেই গুগল ১৪ হাজার ৭০০ কোটি ডলার আয় করেছে, যা অন্য সব প্রতিষ্ঠানের থেকে অনেক বেশি সার্চ অপশন, ইউটিউব, জিমেইলের বিজ্ঞাপনও আয়ের অন্তর্গত

গুগলের মোট আয়ের মাত্র ১৬ শতাংশ নেটওয়ার্ক ডিসপ্লে ব্যবসা থেকে আসে অর্থাৎ অন্যান্য যেসব প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট অথবা অ্যাপসে বিজ্ঞাপন প্রচারের জন্য গুগলের প্রযুক্তি ব্যবহার করে থাকে, সেই খাত থেকে আয় হয়

গত বছর সার্চ অপশনে বিজ্ঞাপন প্রদানের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহারের কারণে গুগলের বিরুদ্ধে মামলা করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত সপ্তাহে ২৬ কোটি ৮০ লাখ ডলার অর্থদণ্ডের মাধ্যমে ফ্রান্সে নেটওয়ার্ক ব্যবসায় একচেটিয়া অবস্থান সংক্রান্ত একটি মামলা নিষ্পত্তি হয়েছে এদিকে পৃথক একটি মামলায় ভবিষ্যতে সফটওয়্যার পরিবর্তন ইস্যুতে ব্রিটেনের প্রতিযোগিতা নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে রাজি হয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্টটি

ব্যাপারে ইউরোপিয়ান কমিশন কোনো মন্তব্য করতে রাজি হয়নি অন্যদিকে গুগলের সঙ্গে বিষয়ে কথা বলতে যোগাযোগ করা হলেও তারা কোনো প্রত্যুত্তর করেনি

ইইউর তদন্ত শুরু হলে বিজ্ঞাপনের বাজারে গুগলের বর্তমান আধিপত্য কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ইমার্কেট বলছে, চলতি বছর বৈশ্বিক অনলাইন বিজ্ঞাপনের ২৭ শতাংশের নিয়ন্ত্রণ গুগলের হাতে এর মধ্যে সার্চ বারের বিজ্ঞাপনে ৫৭ শতাংশ এবং ডিসপ্লে বিজ্ঞাপনে ১০ শতাংশ বাজার তাদের নিয়ন্ত্রণে

প্রাথমিকভাবে গুগলের আধিপত্যের হিসাবকে একচেটিয়া মনে না হলেও বাজারের অন্যান্য প্রতিষ্ঠান প্রতিযোগীদের অভিযোগ গুগলের যেসব অ্যাপস রয়েছে, সেগুলো বাজারের বিভিন্ন ক্ষেত্রে গুরুতর প্রভাব বিস্তার করে যে কারণে ব্যবসায়ীরাও গুগলকে এড়িয়ে যেতে পারে না

গুগলের বিরুদ্ধে মামলা দায়ের তদন্তের বিষয়ে হসফেল্ড ফার্মের সহযোগী থমাস হপনার বলেন, নতুন কোনো মামলা শুরু করার আগে কমিশনের উচিত পুরনো মামলার সমাধান করা

তিনি বলেন, একজন আইনবিদ ব্যবসায়িক খাতের দিক থেকে যদি বিবেচনা করা হয়, তবে গুগলের ডিজিটাল বিজ্ঞাপনে একচেটিয়া আধিপত্য নিয়ে যে তদন্ত শুরু হয়েছে তা সম্পন্ন করা উচিত

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন