উন্নত প্রসেসরের নতুন স্মার্টওয়াচ আনল মবভই

উন্নত প্রসেসরের নতুন স্মার্টওয়াচ নিয়ে এসেছে ওয়্যারেবল ডিভাইসের অন্যতম প্রতিষ্ঠান মবভই টিকওয়াচ ইথ্রি নামে বাজারে এটি পাওয়া যাবে

টিকওয়াচ ইথ্রিতে দশমিক ইঞ্চির ৩৬০দ্ধ৩৬০ পিক্সেলের এলসিডি ডিসপ্লে দেয়া হয়েছে অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই অপারেটিং সিস্টেমের ফোনের সঙ্গেই স্মার্টওয়াচ ব্যবহার করা যাবে স্মার্টওয়াচে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ওয়্যার ৪১০০ চিপসেট ব্যবহার করা হয়েছে এবং এতে গুগলের ওয়্যার অপারেটিং সিস্টেম (ওএস) দেয়া হয়েছে

টিকওয়াচ এথ্রিতে জিবি র‌্যাম এবং জিবি ইন্টারনাল স্টোরেজ প্রদান করা হয়েছে এতে হার্ট রেট সেন্সর, ব্লাড অক্সিজেন লেভেল সেন্সর রয়েছে আইপি৬৮ রেটিং থাকায় এই স্মার্টওয়াচ বালু পানি নিরোধক

টিকওয়াচ ইথ্রিতে ২০টির বেশি প্রফেশনাল ওয়ার্কআউট মুড রয়েছে এর মধ্যে মাউন্টেন ক্লাইম্বিং, সুইমিং, আইস স্কেটিং, ইনডোর সাইক্লিং, পিলেটস এবং হাই ইনটেনসিটি ইন্টারভাল ট্রেনিং মুড উল্লেখযোগ্য

স্মার্টওয়াচে কল এবং মেসেজের জন্য নোটিফিকেশন সুবিধার পাশাপাশি বিল্ট ইন মাইক্রোফোনও রয়েছে এটি টিকজেন স্ট্রেস মনিটরিং অ্যাপের সঙ্গে ব্যবহারকারীর অঙ্গপ্রত্যঙ্গের অবস্থার ব্যাপারে তথ্য সংগ্রহ করবে এছাড়াও অ্যাপে টিকব্রেথ নামে একটি ফিচার রয়েছে ফিচারের মাধ্যমে স্ট্রেস দূর করার জন্য শ্বাস গ্রহণের কিছু পদ্ধতি চর্চা করা যায়

টিকওয়াচ ইথ্রিতে ৩৮০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি এবং ব্যাটারি সেভিং মুডও রয়েছে বাজারে ব্ল্যাক প্যান্থার রঙে স্মার্টওয়াচ পাওয়া যাবে এর বাজারমূল্য ২৪ হাজার থেকে ২৮ হাজার টাকার মধ্যে হতে পারে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন