আইএসপিএবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

নিজস্ব প্রতিবেদক

ঢাকার গুলশানের হোটেল লং বিচে ডিডিওএস অ্যান্ড রাউটিং সিকিউরিটি বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে গত শুক্রবার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) উদ্যোগে এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের সহযোগিতায় এটি আয়োজিত হচ্ছে এতে অংশ নিচ্ছেন আইএসপিএবির মেম্বার, নন মেম্বার, বিটিআরসির লাইসেন্সপ্রাপ্ত ডিভিশনাল, জেলা থানাভিত্তিক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা প্রায় ৬২ জন সিস্টেম অ্যানালিস্ট অপারেটিং ইঞ্জিনিয়ার প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করছেন

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব বিপিসির কো-অর্ডিনেটর আব্দুর রহিম খান তিনি তার বক্তব্যে সাইবার নিরাপত্তা দক্ষ জনশক্তি তৈরিতে আইএসপিএবি ধরনের প্রশিক্ষণ আয়োজন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে বলেন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ দেশের সাইবার নিরাপত্তার জন্য প্রশিক্ষণ অত্যন্ত জরুরি

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএসপিএবির সেক্রেটারি জেনারেল মো. ইমদাদুল হক তিনি তার বক্তব্যে বলেন, আইএসপিএবি নিরাপদে ইন্টারনেট সেবা দক্ষ জনশক্তি তৈরিতে প্রতি বছর সাইবার সিকিউরিটিসহ অন্যান্য ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করে থাকে দক্ষ জনশক্তি তৈরিতে একটি আন্তর্জাতিক মানের টেকনিক্যাল ল্যাব স্থাপন করা দরকার

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাজমুল করিম ভূইয়া, পরিচালক, আইএসপিএবি, নাছির উদ্দীন, পরিচালক, আইএসপিএবি, আনোয়ারুল আজিম, পরিচালক, আইএসপিএবি, মাহমুদ শাহেদ, ইডি, আইএসপিএবি ফয়সাল খান, আইবিপিসি

কর্মশালায় প্রশিক্ষণ দেবেন আন্তর্জাতিক মানের প্রশিক্ষক মো. আব্দুল আউয়াল সুমন কুমার সাহা তারা আইএসপি নেটওয়ার্ক নিরাপদে রাখার জন্য সাইবার হামলা প্রতিরোধে ডিডিওএস অ্যান্ড রাউটিং সিকিউরিটি নিয়ে নিখুঁতভাবে হাতেকলমে প্রতিরোধ অপারেশনসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান দান করবেন ২০ জুন কর্মশালাটি শেষ হবে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন