তামা উত্তোলনে ইউরোপে আধিপত্য বাড়ছে সার্বিয়ার

বণিক বার্তা ডেস্ক

চলতি বছর তামা উত্তোলন বাড়াবে সার্বিয়া এর মাধ্যমে ইউরোপের শীর্ষ তামা উত্তোলক দেশগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসতে সক্ষম হবে দেশটি সার্বিয়ার খনিজ সম্পদ মন্ত্রণালয় তথ্য জানিয়েছে খবর মাইনিংডটকম

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সার্বিয়া জিঝিং মাইনিং কোম্পানি দেশটির স্বর্ণ তামা খনি চুকারু পেকিতে উত্তোলন কার্যক্রম পরিচালনার অনুমোদন পেয়েছে দেশটির পূর্বাঞ্চলে তিমক প্রকল্পের অধীনে কোম্পানিটি কার্যক্রম চালাবে খনিটিতে উত্তোলন কার্যক্রম প্রত্যাশিতভাবে অব্যাহত থাকলে তামা খাতে বড় প্রবৃদ্ধি আসবে সার্বিয়ার

চুকারু পেকি খনিতে মূলত চলতি বছরের গ্রীষ্ম মৌসুমে উত্তোলন শুরু হয় খনিটিতে প্রাথমিকভাবে তামা উত্তোলনের গড় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বছরে ৯১ হাজার টন অন্যদিকে বছরে গড়ে দুই লাখ আউন্স স্বর্ণ উত্তোলন করা হবে খনি থেকে তবে বছরে লাখ ৩৫ হাজার টন তামা উত্তোলনের লক্ষ্য নিয়ে বছরের চতুর্থ প্রান্তিক থেকে কাজ শুরু করবে খনি কর্তৃপক্ষ

সার্বিয়া সরকারের প্রত্যাশা, নতুন উদ্যোগের মাধ্যমে দেশটির খনিজ উত্তোলন খাত জিডিপিতে - শতাংশ অবদান রাখতে সক্ষম হবে বর্তমানে খাত জিডিটিতে শতাংশ অবদান রাখছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন