কয়লা খাতে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকবে যুক্তরাষ্ট্রের

বণিক বার্তা ডেস্ক

আগামী বছরও কয়লা খাতে লক্ষণীয় প্রবৃদ্ধি আসবে যুক্তরাষ্ট্রের সময় দেশটির উত্তোলন রফতানি বাড়বে তবে মোট ব্যবহার বিদ্যুৎ খাতে জ্বালানি পণ্যটির ব্যবহার কিছুটা কমতে পারে মার্কিন এনার্জি অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) তথ্য জানিয়েছে খবর এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটস

ইআইএ জানায়, ২০২২ সালে দেশটি প্রায় ৬০ কোটি ৫০ লাখ শর্ট টন কয়লা উত্তোলন করবে চলতি বছরের নতুন প্রাক্কলন হিসাব অনুযায়ী দেশটির কয়লা উত্তোলন বাড়বে ৬০ কোটি শর্ট টন গত বছরের তুলনায় প্রবৃদ্ধির হার ১১ দশমিক শতাংশ বেশি গত বছর উত্তোলন করা হয়েছিল ৫৩ কোটি ৯০ লাখ শর্ট টন কয়লা সংস্থাটির শর্ট-টার্ম এনার্জি আউটলুক রিপোর্টে তথ্য জানানো হয় মে মাসের প্রাক্কলনে ইআইএ জানিয়েছিল, বছর যুক্তরাষ্ট্র ৫৭ কোটি ২০ লাখ শর্ট টন কয়লা উত্তোলন করবে অর্থাৎ আগের প্রাক্কলনের তুলনায়ও উত্তোলন বেড়েছে দেশটির

কার্বন নিসঃরণ কমানোর লক্ষ্যে উন্নত বিশ্বের দেশগুলো কয়লা উত্তোলন ধীরে ধীরে কমানোর কথা ভাবছে সম্প্রতি জি৭ জোটভুক্ত দেশগুলোর সম্মেলনে কয়লা খাতে বিনিয়োগ বন্ধ করে দেয়ার প্রস্তাব ওঠে এতে যুক্তরাষ্ট্রসহ জোটের সদস্য দেশগুলো সম্মতি জানায় কিন্তু বাস্তব চিত্র বলছে এর উল্টো কথা ক্রমেই বাড়ছে বিশ্বের পরাশক্তি দেশটির কয়লা উত্তোলন

এদিকে চলতি বছর যুক্তরাষ্ট্র উত্তোলনের পাশাপাশি কয়লা রফতানিও বাড়াবে গত বছরের তুলনায় রফতানি ১৬ দশমিক শতাংশ বেড়ে কোটি লাখ শর্ট টনে উন্নীত হবে আগামী বছর দেশটির রফতানি আরো বেড়ে কোটি ২২ লাখ শর্ট টনে পৌঁছবে, যা বছরের জানুয়ারির পর রেকর্ড সর্বোচ্চ

অন্যদিকে বিদ্যুৎ খাতে কয়লার ব্যবহার গত বছরের তুলনায় ১৬ দশমিক শতাংশ বেড়ে ৫০ কোটি ৮০ লাখ শর্ট টনে উন্নীত হবে তবে মে মাসে করা প্রাক্কলন হিসাবের তুলনায় এটি দশমিক শতাংশ কমবে আগামী বছর বিদ্যুৎ খাতে কয়লার ব্যবহার কমিয়ে আনবে যুক্তরাষ্ট্র জুনের প্রাক্কলন হিসাব অনুযায়ী, সময় ৪৯ কোটি ৯০ লাখ শর্ট টন কয়লা বিদ্যুৎ খাতে ব্যবহার করা হবে যদিও মে মাসে ৫১ কোটি শর্ট টন ব্যবহারের প্রাক্কলন করা হয়েছিল

এদিকে যুক্তরাষ্ট্রের মোট কয়লার ব্যবহার ৫৫ কোটি শর্ট টনে পৌঁছবে বলে জানিয়েছে ইআইএ, যা গত বছরের তুলনায় ১৫ দশমিক শতাংশ বেশি আগামী বছর মোট ব্যবহারের পরিমাণ কিছুটা কমে ৫৪ কোটি ২০ লাখ শর্ট টনে নেমে আসতে পারে কয়লার পাশাপাশি গ্যাস উত্তোলনও বাড়াবে যুক্তরাষ্ট

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন