টিকা রফতানি শুরু করতে চায় ভারত!

বণিক বার্তা ডেস্ক

আবারো কভিড-১৯ প্রতিরোধী টিকা রফতানি শুরু করতে চায় বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী দেশ ভারত তবে অভ্যন্তরীণ চাহিদা পূরণ না হওয়া পর্যন্ত সেটি সম্ভব নয় দেশটির কভিড-১৯ টাস্কফোর্সের প্রধান . বিনোদ কে পাল কথা জানিয়েছেন খবর এপি

টাস্কফোর্স প্রধান বলেন, যখন আমাদের প্রয়োজনীয়সংখ্যক ভারতীয়কে টিকার আওতায় আনার কাজ শেষ হবে এবং বিভিন্ন উৎস থেকে পাওয়া টিকার মজুদ যথেষ্ট বলে মনে হবে, তখনই আমরা অন্য দেশে টিকা রফতানি শুরু করতে পারব ভারত সরকার যে টিকা রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছে, সে সিদ্ধান্তকে সমর্থন দিয়েছেন তিনি

. বিনোদ কে পাল বলেন, গত জানুয়ারি থেকে বিশ্বের ৯০টির বেশি দেশে টিকা রফতানি শুরু করে ভারত তবে ভারতে নভেল করোনাভাইরাসের সংক্রমণ হঠাৎ করে বেড়ে গেলে দেশের বাইরে টিকা রফতানি বন্ধ ঘোষণা করা হয় ফলে পর্যাপ্ত মজুদ ছাড়াই বহু উন্নয়নশীল দেশে টিকা রফতানি বন্ধ হয়ে যায় আর এতে ক্ষতিগ্রস্ত হন লাখো মানুষ ফলে নেপাল বাংলাদেশের মতো বেশ কয়েকটি দেশকে দ্রুত টিকার জন্য অন্য উৎস খোঁজার কাজে ব্যস্ত হতে হয়

সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া হলো বিশ্বের সবচেয়ে বড় টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান জাতিসংঘের নেতৃত্বাধীন জোট কোভ্যাক্সের প্রধান সরবরাহকারীও তারা গত মাসেই কোভ্যাক্সকে সেরাম ইনস্টিটিউট জানায়, চলতি বছর হয়তো তারা টিকা সরবরাহ করতে পারবে না

তবে ঠিক কবে নাগাদ ভারত আবার টিকা রফতানি শুরু করতে পারবে, সে সম্পর্কে স্পষ্ট করে কিছু বলেননি ভারতের কভিড টাস্কফোর্সের প্রধান তিনি বলেন, নির্দিষ্ট দিন তারিখসহ এটি বলা কঠিন

ভারতের টিকা প্রয়োগ কার্যক্রম নিয়ে সমালোচনা করছেন বিশেষজ্ঞরা এখন পর্যন্ত শতাংশের কম ভারতীয় পুরোপুরি টিকার আওতায় এসেছে যেহেতু ভারত একটি বৃহৎ জনসংখ্যার দেশ, তাই তাদের করোনা সংক্রমণ পরিস্থিতি বদলাতে হলে টিকা প্রয়োগ কার্যক্রমের পরিধি বাড়ানো ছাড়া অন্য কোনো উপায় নেই শিগগিরই টিকাদানের পরিমাণ দ্রুত হারে বাড়বে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা টাস্কফোর্স প্রত্যাশা করছে, ডিসেম্বরের মধ্যে সেরাম ইনস্টিটিউট ভারত বায়োটেক টিকার উৎপাদিত ২০০ কোটি ডোজ টিকা দেশে সহজলভ্য হবে

ভারতের প্রত্যন্ত অঞ্চলগুলোয় গতবার তেমনভাবে সংক্রমণ ছড়িয়ে পড়েনি এসব অঞ্চলে স্বাস্থ্যসেবার মান এতটাই দুর্বল যে এবার যদি সংক্রমণ ছড়িয়ে পড়ে, তবে তা মারাত্মক রূপ নিতে পারে সে কারণে এসব অঞ্চলের দিকে মনোযোগ দেয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন