মহামারীকালের প্রথম হান্ড্রেড মিলিয়ন

ফিচার ডেস্ক

পরিচালক জন ক্রাজিনস্কির প্রায় নির্বাক থ্রিলার কোয়ায়েট প্লেস পার্ট টু যুক্তরাষ্ট্রের বক্স অফিসে মাইলফলক অতিক্রম করেছে

কভিড মহামারী শুরুর পর থেকে এই প্রথম কোনো সিনেমা যুক্তরাষ্ট্রে টিকিট বিক্রি থেকে ১০০ মিলিয়ন তথা ১০ কোটি মার্কিন ডলারের বেশি আয় করেছে গতকাল পর্যন্ত ছবিটি যুক্তরাষ্ট্রে ১১৬ মিলিয়ন আন্তর্জাতিক বাজার থেকে ৮০ মিলিয়ন ডলার তুলে নিয়েছে গত ২৮ মে ছবিটি মুক্তি পায়

ক্রাজিনস্কির ছবিতে অভিনয় করেছেন এমিলি ব্লান্ট মুক্তির ১৫ দিনে ছবিটি শত মিলিয়ন ডলার আয় করেছে মহামারীর যুগে কোয়ায়েট প্লেস পার্ট টুর আয় দুনিয়ার চলচ্চিত্রজগেক নতুন আশা দেখাচ্ছে যুক্তরাষ্ট্র সবসময়ই চলচ্চিত্র শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার ইন্ডাস্ট্রি কভিড মহামারীতে একদিকে যেমন হলিউডের শুটিং স্থবির হয়ে পড়েছে তেমনি হলগুলো বন্ধ হয়ে চলচ্চিত্র শিল্পই কঠিন সময় পার করছিল কোয়ায়েট প্লেস পার্ট টুর সাফল্য এখন হলিউডকে ঘুরে দাঁড়ানোর আশা দেখাচ্ছে

কিছুদিন আগে মুক্তি পাওয়া গডজিলা ভার্সেস কং যুক্তরাষ্ট্রে টিকিট বিক্রি থেকে আয় করে কোটি ৯৬ লাখ ডলার আর কোয়ায়েট প্লেস পার্ট টু ১০ কোটির মাইলফলকটি অতিক্রম করে গেছে

মুক্তির পর ৪৫ দিন পার হলে কোয়ায়েট প্লেস পার্ট টু প্যারামাউন্ট প্লাসে স্ট্রিমিং শুরু হবে ছবিটি মুক্তির প্রথম পাঁচদিনেই ৫৮ মিলিয়ন ডলার আয় করে তবে সাফল্যের পরও ছবির মুনাফার হার হয়তো প্রথমটিকে ছাড়াতে পারবে না ২০১৮ সালে কোয়ায়েট প্লেস বক্স অফিস থেকে ৩৪ কোটি মার্কিন ডলার আয় করেছিল অন্যদিকে ছবির বাজেট ছিল মোটে কোটি ৭০ লাখ মার্কিন ডলার আর কোয়ায়েট প্লেস পার্ট টুর নির্মাণ বাজেট কোটি ১০ লাখ ডলার

 

সূত্র: ভ্যারাইটি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন