ন্যান্সির ‘বাবা তোমায় মনে পড়ে’

ফিচার প্রতিবেদক

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ন্যান্সি মাকে হারিয়েছেন নয় বছর আগে গত বছর ১০ আগস্ট হারিয়েছেন বাবা নাইমুল হককে দেশের গান কিংবা মা-বাবাকে নিয়ে কোনো গান গাইলে ন্যান্সি সেই গানের জন্য পারিশ্রমিক নেন না এক্ষেত্রে ন্যান্সির শুধু একটাই চাওয়া থাকেগানের কথা যেন ভালো হয়, সুরটাও যেন হয় মন ছুঁয়ে যাওয়ার মতো এর আগে ন্যান্সি মাকে নিয়ে গান গেয়েছেন তবে এবারই প্রথম তিনি বাবাকে নিয়ে কোনো গান গাইলেন গানের শিরোনাম বাবা তোমায় মনে পড়ে গানটি লিখেছেন আহমেদ রিজভী এবং সুর সংগীত করেছেন কিশোর দাস ১৩ জুন গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয় এবং ১৫ জুন মিউজিক ভিডিওর কাজ শেষ হয় আজ বাবা দিবসে গানটি সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে এবং যথারীতি বাবাকে নিয়ে গাওয়া গানের জন্যও কোনো পারিশ্রমিক নেননি ন্যান্সি গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা

বাবাকে নিয়ে গানটি কেমন হলো? এমন প্রশ্নের জবাবে ন্যান্সি বলেন, কিশোর একদিন আমাকে গান পাঠিয়ে বলল, আপা আপনাকে গানটি গাইতে হবে, এটি বাবাকে নিয়ে একটি গান তখন রাত ১০টা পেরিয়ে গেছে যেহেতু কিছুদিন আগেই আমি বাবাকে হারিয়েছি তাই বাবাকে ঘিরে গান রাতে শোনার সাহস পেলাম না আবার সকালে ঘুম থেকে উঠে গান শুনবএই চাপে থেকে ঘুমও হলো না আমার কারণ আমার মনে ভয় কাজ করছিল যে, গানের কোনো কথা, কোনো লাইন যদি আমার জীবনের সঙ্গে মিলে যায়, তাহলে খুব কষ্ট পাব, হয়তো অনেক কাঁদবও বাবাকে ঘিরে প্রত্যেক সন্তানেরই স্মৃতিচারণামূলক একটি গান এটি আশা করছি ভালো লাগবে সবার

এরই মধ্যে ন্যান্সি অনুপম বিশ্বাসের কথায় এহসান রাহির সুরে বাঁশি আর ডাকিস না শিরোনামের একটি গান গেয়েছেন এদিকে ২০১৬ সালে সর্বশেষ শাকিব খান অভিনীত কোনো সিনেমায় ন্যান্সি গান গেয়েছিলেন পাঁচ বছর পর ন্যান্সি আবারো শাকিব অভিনীত অন্তরাত্মা সিনেমায় গান গেয়েছেন রাখি যত্নে সারাদিন শিরোনামের গান লিখেছেন ঋতম সেন, সুর সংগীত করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন