কোপা আমেরিকা

উরুগুয়েকে হারিয়ে আর্জেন্টিনার স্বস্তি

বণিক বার্তা অনলাইন

চিলির সঙ্গে ড্র করে কোপা আমেরিকা শুরু করা আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচে এসে পেল স্বস্তির জয় আজ ভোরে পুরনো প্রতিদ্বন্দ্বী উরুগুয়েকে - গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিল টুর্নামেন্টের অন্যতম শিরোপাপ্রত্যাশী দল

লিওনেল মেসিদের তারকাখচিত আর্জেন্টিনাকে জেতালেন অখ্যাত নাম গুইদো রদ্রিগেজ জয়ের খোঁজে ম্যাচে চারটি পরিবর্তন আনেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি এই চারজনের একজন রদ্রিগেজই ম্যাচের ১৩ মিনিটে গোল করে আর্জেন্টিনাকে মূল্যবান জয় এনে দেন মেসির ক্রসে হেড নিয়ে গোলটি করেন ২০১৯ সালের জুনের পর জাতীয় দলের হয়ে খেলা রদ্রিগেজ

রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার গোলপোস্ট লক্ষ্য করে কোনো শটই নিতে পারেনি! আশা জাগছিল পেনাল্টি নিয়ে, যদিও এডিনসন কাভানির পেনাল্টির আবেদন নাকচ করে দেন রেফারি

জয়ে যুগ্মভাবেগ্রুপের শীর্ষে জায়গা করে নিল আর্জেন্টিনা ম্যাচে আর্জেন্টিনার সংগ্রহ পয়েন্ট, সমান ম্যাচে চিলিরও চিলি শুক্রবার রাতে - গোলে হারায় বলিভিয়াকে

জয় শেষে আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পল বলেন, জয়টা আমাদের প্রাপ্য ছিল আমরা জমাট ফুটবল খেলেছি এবং প্রতিপক্ষের জন্য গোল করার কাজটি কঠিন করে দিয়েছি আর সম্মুখে আমাদের এমন সব বিপজ্জনক খেলোয়াড় রয়েছে তারা যেকোনো মুহূর্তে গোল আদায় করে নিতে সমর্থ

মঙ্গলবার ভোর ৩টায় উরুগুয়ে মুখোমুখি হবে চিলির, ওইদিন সকাল ৬টায় আর্জেন্টিনা খেলবে প্যারাগুয়ের বিপক্ষে

 

      

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন