হিলি স্থলবন্দরে আবারো বাড়ল পেঁয়াজের দাম

বণিক বার্তা প্রতিনিধি, হিলি

দিনাজপুরের হিলি স্থলবন্দরে একদিনের ব্যবধানে আবারো বেড়েছে আমদানীকৃত পেঁয়াজের পাইকারি দাম। লোকসানের আশঙ্কায় আমদানিকারকরা আমদানি কমিয়ে দেয়ায় পণ্যটির দাম টানা দুইদিন বাড়তির দিকে রয়েছে।

বন্দরসংশ্লিষ্টরা জানান, গতকাল প্রতি কেজি পেঁয়াজের পাইকারি দাম ৩০ টাকা পর্যন্ত উঠেছে। অথচ একদিন আগেও পণ্যটি কেজিপ্রতি ২৬-২৮ টাকা দরে বিক্রি হয়েছিল। দাম বাড়তে থাকায় দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ পাইকাররা।

গতকাল হিলি স্থলবন্দরের বিভিন্ন গুদাম ঘুরে দেখা গেছে, বন্দর দিয়ে নাসিক ইন্দোর জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। একদিন আগে ইন্দোর জাতের পেঁয়াজ ২৬ টাকা কেজি দরে বিক্রি হলেও তা বেড়ে ২৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া নাসিক জাতের পেঁয়াজ ২৮ টাকা বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ২৯-৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে হিলির খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ (কিছুটা নিম্নমানের) ২৬-২৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একদিন আগেও এসব পেঁয়াজ ২৪-২৬ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা শরিফুল ইসলাম বলেন, ভারত থেকে আমদানি শুরু হওয়ার ফলে পেঁয়াজের দাম অনেকটা কমে এসেছিল। পণ্যটির দাম ৫০ থেকে কমে ২৫ টাকায় নেমে যায়। কিন্তু দু-তিন ধরে আবারো পেঁয়াজের দাম বাড়তির দিকে। সামনে কোরবানির ঈদ। এখন দাম বাড়লে সাধারণ মানুষ বেকায়দায় পড়বে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল খান বলেন, বন্দর দিয়ে বেশি পরিমাণে পেঁয়াজ আমদানির ফলে দাম অনেকটা কমে এসেছিল। আমরা কম দামে কিনে কম দামেই বিক্রি করছিলাম। বর্তমানে পেঁয়াজের আমদানি কমে আসায় আবারো দাম বাড়ছে। ফলে বেশি দামেই পণ্যটি বিক্রি করতে হচ্ছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, আমদানি করে দেশের বাজারে যা পড়তা, তার চেয়ে কম দামে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে আমদানিকারকদের। লোকসান হওয়ায় আমদানিকারকরা পেঁয়াজের আমদানি কমিয়ে দিয়েছেন। দেশের বাজারে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ কমায় দাম বাড়তে শুরু করেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন