আড়াই মাস পর ভারতে মোট কভিড রোগী ৮ লাখের নিচে

বণিক বার্তা অনলাইন

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬২ হাজার ৪৮০ জনের কভিড শনাক্ত হয়েছে, যা গতকালের চেয়ে কিছুটা কম। এর আগে গতকাল বৃহস্পতিবার ভারতে নতুন করে ৬৭ হাজার ২০৮ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়। খবর এনডিটিভি।

শুক্রবার প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশটিতে দৈনিক সুস্থ্য হওয়া রোগীর সংখ্যা টানা ৩৬ দিন ধরে বেড়েছে । অন্যদিকে আড়াই মাস পর এই প্রথম ভারতে কভিড আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৮ লাখের নিচে নামতে দেখা গেছে। বর্তমানে দেশটিতে মোট কভিড রোগীর সংখ্যা ৭ লাখ ৯৮ হাজার ৬৫৬।

এছাড়া ভারতে দৈনিক কভিড পরীক্ষায় শনাক্তের হার কমতির দিকে। শুক্রবার সকাল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী দৈনিক শনাক্তের হার ৩ দশমিক ২৪ শতাংশে দাঁড়িয়েছে। এর মধ্য দিয়ে টানা ১১ দিনের মতো ভারতে দৈনিক কভিড শনাক্তের হার ৫ শতাংশের নিচে রয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, সংক্রমণের দিক থেকে সবচেয়ে বেশি কভিড শনাক্তের রাজ্য মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের পরেই এ তালিকায় থাকা অন্য রাজ্যগুলোর মধ্যে রয়েছে- কর্ণাটক, কেরালা, তামিল নাডু ও অন্ধ্রপ্রদেশ।

দেশব্যাপী টিকাদান কার্যক্রমের অংশ হিসেবে ভারতে এখন পর্যন্ত ২৬ কোটি ৮৯ লাখ ভ্যাকসিন ডোজ টিকা প্রদান করা হয়েছে।

 

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন