কোপা আমেরিকা

পেরুর জালে ব্রাজিলের গোল উৎসব

বণিক বার্তা অনলাইন

ঘরের মাঠে চলমান কোপা আমেরিকায় টানা দুই ম্যাচে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়ে শিরোপার সবচেয়ে বড় দাবিদার হয়ে উঠল স্বাগতিক ব্রাজিল। আজ বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হওয়া ম্যাচে সেলেসাওরা ৪-০ গোলে হারিয়েছে পেরুকে। টানা দুই জয়ে বি’ গ্রুপ থেকে নকআউটের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন নেইমাররা।

প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলের জয় তুলে নেয় ব্রাজিল। তিতের দল এবার আরো অপ্রতিরোধ্য, পেরুকে ভাসালো গোল বন্যায়।

ম্যাচের ১২ মিনিটে অ্যালেক্স সান্দ্রোর গোলে এগিয়ে যায় ব্রাজিল। প্রথমার্ধে আরো বেশ কয়েকটি আক্রমণ শানালেও গোল করতে পারেনি স্বাগতিকরাতবে, তিতের শিষ্যরা দ্বিতীয়ার্ধে আদায় করে নেয় আরো তিন তিনটি গোল।

৬৮ মিনিটে ব্যবধান ২-০ করেন পিএসজি সুপারস্টার নেইমার। ৮৯ মিনিটে এভারটন রিভেইরো ব্রাজিলের হয়ে তৃতীয় এবং যোগ করা সময়ে রিচার্লিসন চতুর্থ গোল করেন।

২০ জুন কলম্বিয়ার বিপক্ষে নিজেদের পরের ম্যাচ খেলবে গ্রুপের তলানির দল পেরু, ব্রাজিলের পরের প্রতিপক্ষও কলম্বিয়া, যা ২৩ জুন।

এদিকে আগামীকাল শনিবার একই সময়ে ’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে ও ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন