পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ১০ হাজার কোটি টাকার বাজেট ইউজিসির

নিজস্ব প্রতিবেদক

দেশের ৪৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ২০২১-২২ অর্থবছরে ১০ হাজার ৩২ কোটি ৮১ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। এর মধ্যে হাজার ৮৭৫ কোটি ৮১ লাখ টাকার রাজস্ব বাজেট হাজার ১৫৭ কোটি টাকার উন্নয়ন বাজেট রয়েছে।

গতকাল ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক . কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে ১৬০তম কমিশন সভায় বাজেট অনুমোদিত হয়। সভার কার্যপত্র বাজেট উপস্থাপন করেন ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) . ফেরদৌস জামান।

গত অর্থবছরে ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুকূলে বাজেটে বরাদ্দের পরিমাণ ছিল হাজার ৪৮৫ কোটি ১২ লাখ টাকা। সে হিসাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য বছর বরাদ্দ বেড়েছে প্রায় হাজার ৫৪৮ কোটি টাকা। ২০২১-২২ অর্থবছরে সবচেয়ে বেশি রাজস্ব বাজেট পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সবচেয়ে কম বাজেট পেয়েছে সদ্য কার্যক্রম শুরু হওয়া হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

উচ্চশিক্ষায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার জন্য ২০২১-২২ অর্থবছরে মূল বাজেটে ১০০ কোটি ৭৪ লাখ টাকা বরাদ্দ ধরা হয়েছে। গত বছরের তুলনায় বাজেটে খাতে বরাদ্দ ৩৪ কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে। ২০২০-২১ অর্থবছরে গবেষণায় মূল বাজেটে ৬৬ কোটি ৬৫ লাখ টাকা বরাদ্দ ধরা হয়েছিল। এছাড়া কমিশন ২০২১-২২ অর্থবছরে ইউজিসির জন্য ৬১ কোটি ৩৬ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে। এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্য ১৮ কোটি টাকা বাজেট বরাদ্দ ধরা হয়েছে, যা গত বছরের চেয়ে কোটি টাকা বেশি।

সভায় ইউজিসি সদস্য অধ্যাপক . দিল আফরোজা বেগম, অধ্যাপক . মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক . মুহাম্মদ আলমগীর, অধ্যাপক . বিশ্বজিৎ চন্দ, অধ্যাপক . মো. আবু তাহের, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার উপাচার্য অধ্যাপক . শেখ আব্দুস সালাম, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক . গৌতম বুদ্ধ দাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . একিউএম মাহবুব, খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন স্কুলের ডিন অধ্যাপক . মো. ওয়ালিউল হাসানাত, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণিসম্পদ উৎপাদন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক . মো. আব্দুল বাসেত, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক . মো. জুলহাস উদ্দিন পরিকল্পনা কমিশনের সদস্য (আর্থসামাজিক অবকাঠামো) যুক্ত ছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন