ভোমরা স্থলবন্দর

২০২০-২১ অর্থবছরে রাজস্ব ঘাটতি ২৬৭ কোটি টাকা

বণিক বার্তা প্রতিনিধি, সাতক্ষীরা

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে চলতি ২০২০-২১ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছে ৭২৭ কোটি ৭০ লাখ টাকা ফলে লক্ষ্যমাত্রার তুলনায় ২৬৭ কোটি লাখ টাকা রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে তবে গত ২০১৯-২০ অর্থবছরের একই সময়ের তুলনায় ১৪৮ কোটি ৪২ লাখ টাকা বেশি আদায় হয়েছে বলে জানান বন্দরসংশ্লিষ্টরা চলতি অর্থবছর রাজস্ব ঘাটতির কারণ বৈশ্বিক মহামারীকেই অন্যতম হিসেবে দেখছেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা

ভোমরা শুল্কস্টেশনের সিনিয়র রাজস্ব কর্মকর্তা আকবার আলী জানান, চলতি ২০২০-২১ অর্থবছরের জুলাই-মার্চ পর্যন্ত ভোমরা বন্দরে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৯৮৬ কোটি লাখ টাকা এরমধ্যে জুলাইয়ে ৭৩ কোটি ৫২ লাখ, আগস্টে ৭৭ কোটি ৫৯ লাখ, সেপ্টেম্বরে ৬৭ কোটি ৬৮ লাখ, অক্টোবরে ৮৮ কোটি লাখ, নভেম্বরে ১১৪ কোটি লাখ, ডিসেম্বরে ১৩১ কোটি লাখ, জানুয়ারিতে ১৩২ কোটি ৫৫ লাখ, ফেব্রুয়ারিতে ১৫৫ কোটি ২৭ লাখ মার্চে ১৪৬ কোটি ১৯ লাখ টাকা তবে গেল অর্থবছরের এপ্রিল মে মাসে করোনার জন্য বন্দর বন্ধ থাকায় কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করেনি এনবিআর

তিনি আরো জানান, গেল ১১ মাসে রাজস্ব আদায় হয়েছে ৭২৭ কোটি ৭০ লাখ টাকা এরমধ্যে জুলাইয়ে ৫৪ কোটি ৭৩ লাখ, আগস্টে ৪৬ কোটি ৪১ লাখ, সেপ্টেম্বরে ৫৩ কোটি ৯৩ লাখ, অক্টোবরে ৭২ কোটি ১৯ লাখ, নভেম্বরে ৭৩ কোটি ৪৬ লাখ, ডিসেম্বরে ৯৩ কোটি ২৭ লাখ, জানুয়ারিতে ৭৮ কোটি ১৬ লাখ, ফেব্রুয়ারিতে ৮৮ কোটি ১২ লাখ, মার্চে ৮০ কোটি ৫৩ লাখ, এপ্রিলে ৬০ কোটি ৭২ লাখ মে মাসে ২৬ কোটি লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার তুলনায় ২৬৭ কোটি লাখ টাকা ঘাটতি

বন্দরসংশ্লিষ্ট এক সূত্র জানান, গেল ২০১৯-২০ অর্থবছরের একই সময়ে বন্দরে ৫৭৯ কোটি ৩৩ লাখ টাকা রাজস্ব আদায় হয় সে হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের গত মে মাস পর্যন্ত ১৪৮ কোটি ৪২ লাখ টাকা বেশি আদায় হয়েছে

ভোমরা স্থলবন্দরে সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ভারতে করোনার ভয়াবহতা বেড়ে যাওয়ায় বন্দরের ব্যবসা-বাণিজ্য খুবই মন্দা যাচ্ছে যে কারণে সরকারের রাজস্ব আয়ও কমে গেছে

ভোমরা শুল্কস্টেশনের দায়িত্বরত কাস্টমসের বিভাগীয় সহকারী কমিশনার আমির মামুন বণিক বার্তাকে জানান, করোনার জন্য বন্দরের অধিকাংশ পণ্য আমদানি-রফতানি কমে গেছে ফলে রাজস্ব ঘাটতি পড়েছে তার পরও গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছর রাজস্ব আয় বেড়েছে

উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক ২০২০-২১ অর্থবছরের জন্য ভোমরা বন্দরে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে হাজার কোটি লাখ টাকা

এরমধ্যে জুলাইয়ে ৭৩ কোটি ৫২ লাখ, আগষ্টে ৭৭ কোটি ৫৯ লাখ, সেপ্টেম্বরে ৬৭ কোটি ৬৮ লাখ, অক্টোবরে ৮৮ কোটি লাখ, নভেম্বরে ১১৪ কোটি লাখ, ডিসেম্বরে ১৩১ কোটি লাখ, জানুয়ারিতে ১৩২ কোটি ৫৫ লাখ, ফেব্রুয়ারিতে ১৫৫ কোটি ২৭ লাখ, মার্চে ১৪৬ কোটি ১৯ লাখ জুনে ১৬ কোটি লাখ টাকা তবে গেল অর্থবছরের এপ্রিল মে মাসে বন্দর বন্ধ থাকায় কোনো রাজস্ব আদায় না হওয়ায় চলতি অর্থবছরের এপ্রিল মে মাসে কোনো রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়নি তবে যে ১০ মাসের জন্য রাজস্ব আদায় লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা গেল অর্থবছরের তুলনায় ১৬৩ কোটি টাকা কম বলে জানান সংশ্লিষ্টরা সূত্রটি জানায়, গেল ২০১৯-২০ অর্থবছর ভোমরা বন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল হাজার ১৬৭ কোটি টাকা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন