বিদেশগামীদের দালালদের বিষয়ে সতর্ক থাকতে হবে —জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, যারা বিদেশে কর্মসংস্থানের চেষ্টা করছেন তাদের দালালদের বিষয়ে সতর্ক থাকতে হবে দালালরা যেন চাকরি প্রত্যাশীদের সঙ্গে প্রতারণা না করতে পারে গতকাল মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন

প্রতিমন্ত্রী আরো বলেনএকজন দক্ষ প্রশিক্ষিত কর্মী একজন অদক্ষ কর্মীর চেয়ে বিদেশে অনেক বেশি উপার্জন করে তাই বিদেশে যাওয়ার আগে যথাযথ প্রশিক্ষণ গ্রহণ করতে হবে

জেলা প্রশাসক . মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম, পুলিশ সুপার এসএম মুরাদ আলী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. আরিফ হোসেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন