গম রফতানি বাড়াবে রাশিয়া ইউক্রেন ও কাজাখস্তান

বণিক বার্তা ডেস্ক

করোনা মহামারীর প্রভাব কাটিয়ে গমের বৈশ্বিক চাহিদা বাড়ছে ক্রমবর্ধমান চাহিদায় সাড়া দিতে কৃষিপণ্যটির উৎপাদন মজুদ বাড়িয়েছে রাশিয়া, ইউক্রেন কাজাখস্তান ফলে ২০২১-২২ বিপণন মৌসুমে দেশ তিনটি গম রফতানি বাড়বে খবর রয়টার্স

এসব দেশ প্রধানত আফ্রিকা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কৃষ্ণ সাগরের মধ্য দিয়ে গম রফতানি করে ফলে গ্রাহকদের কাছে গম পৌঁছানো পর্যন্ত তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে হয় তাদের রয়টার্স জানায়, বছর ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্যান্য দেশেও গমের ফলন ভালো হয়েছে

আগামী মাসের প্রথম দিন শুরু হবে ২০২১-২২ বিপণন মৌসুম মৌসুমে রাশিয়া, ইউক্রেন কাজাখস্তানের গম রফতানি শতাংশ বেড়ে কোটি ৬০ লাখ টনে পৌঁছবে ২১ জন বিশ্লেষক, খাতসংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ব্যবসায়ীর মতের ভিত্তিতে পূর্বাভাস দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স যদিও চলতি বছর দেশ তিনটির সমন্বিত উৎপাদন কিছুটা কমতে পারে বলে এক প্রাক্কলনে দেখা গেছে উৎপাদন শতাংশ কমে ১২ কোটি ৪০ টনে নামতে পারে

এদিকে আগামী বিপণন মৌসুমেও বিশ্বের শীর্ষ গম রফতানিকারকের তকমা ধরে রাখবে রাশিয়া মূলত দেশটির দক্ষিণাঞ্চলীয় এলাকায় উচ্চফলন মজুদ বৃদ্ধির কারণে বিশ্ববাজারে দেশটি সর্বোচ্চ গম রফতানিতে সক্ষম হবে

অন্যদিকে উৎপাদন ভালো হওয়ায় আগামী বিপণন মৌসুমে ইউক্রেনের গম রফতানি বেড়ে রেকর্ড সর্বোচ্চে পৌঁছতে পারে তবে বছরের শুরুর দিকে ভারি বৃষ্টিপাতের কারণে কৃষিপণ্যটির গুণগত মান কমে যেতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন