বিদ্যুৎ ঘাটতিতে অ্যালুমিনিয়াম উৎপাদন কমেছে চীনের

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের মে মাসে চীনের অ্যালুমিনিয়াম উৎপাদন কিছুটা কমেছে বুধবার প্রকাশিত এক সরকারি তথ্যে বিষয়টি জানা গেছে অথচ এপ্রিলে দেশটি রেকর্ড সর্বোচ্চ অ্যালুমিনিয়াম উৎপাদন করেছিল খবর রয়টার্স

অ্যালুমিনিয়াম বিগলনের জন্য প্রসিদ্ধ ইউনান প্রদেশ প্রদেশের বিগলন কেন্দ্রগুলোতে বিদ্যুৎ ব্যবহারের ওপর বেশকিছু বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার ফলে সেখানে উৎপাদন ব্যাহত হয় মূলত কারণেই দেশটির মোট অ্যালুমিনিয়াম উৎপাদন কমেছে

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, মে মাসে চীন ৩৩ লাখ ২০ হাজার টন অ্যালুমিনিয়াম উৎপাদন করেছে এপ্রিলে উৎপাদনের পরিমাণ ছিল ৩৩ লাখ ৪৬ হাজার টন সে হিসেবে উৎপাদনের হার দশমিক শতাংশ কমেছে তবে গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন ১১ দশমিক শতাংশ বেড়েছে এদিকে মে মাসে দৈনিক উৎপাদনও কমেছে এপ্রিলে দেশটি দৈনিক লাখ ১১ হাজার ৫০০ টন অ্যালুমিনিয়াম উৎপাদন করলেও মে মাসে তা কমে লাখ হাজার ১০০ টনে নেমে যায় মার্চে এর পরিমাণ ছিল লাখ হাজার ৭০০ টন

পরিসংখ্যান ব্যুরো তথ্যে দেখা যায়, চলতি বছরের প্রথম চার মাসে চীন কোটি ৩০ লাখ টন অ্যালুমিনিয়াম উৎপাদন করে, যা গত বছরের একই সময়ের চেয়ে দশমিক শতাংশ বেশি

চীনের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের প্রদেশ ইউনানে দেশটির বেশির ভাগ ধাতু বিগলন কেন্দ্র অবস্থিত হাইড্রোপাওয়ার রিসোর্সের কারণে অঞ্চলটি বিগলনকারীদের কাছে জনপ্রিয় গত মাসে অঞ্চলটিতে মারাত্মক খরা দেখা দেয় এক্ষেত্রে বিদ্যুৎ ঘাটতি রোধে কেন্দ্রগুলোর বিদ্যুৎ ব্যবহার সীমিত করে দেয়া হয় এতে উৎপাদনের ওপর চাপ তৈরি হয় 

এদিকে উৎপাদন কমে আসায় প্রভাব পড়েছে বাজারদরে ঊর্ধ্বমুখী চাহিদার বিপরীতে সরবরাহ ঘাটতির আশঙ্কা তৈরি হয় এতে পণ্যটির দাম বেড়েছে গত ১০ মে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে অ্যালুমিনিয়ামের দাম টনপ্রতি ২০ হাজার ৪৩৫ ইউয়ান স্পর্শ করে, যা এক দশকের রেকর্ড সর্বোচ্চ

অন্যদিকে মে মাসে চীনে কপার, অ্যালুমিনিয়াম, লিড, জিংক নিকেলের মোট উৎপাদন দাঁড়িয়েছে ৫৪ লাখ ৫০ হাজার টনে, যা ২০২০ সালের অক্টোবরের পর সবচেয়ে কম উৎপাদনের রেকর্ড চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর দেয়া তথ্যে এমনটা জানা যায় এপ্রিলে ধাতুগুলোর মোট উৎপাদনের পরিমাণ ছিল ৫৪ লাখ ৮৪ হাজার টন গত বছরের একই সময়ের তুলনায় মে মাসে ধাতু উৎপাদন ১০ দশমিক শতাংশ বেড়েছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন