নিউইয়র্কে অ্যাপলের নাকের ডগায় গুগলের রিটেইল স্টোর

বণিক বার্তা ডেস্ক

নিউইয়র্ক সিটিতে নিজেদের প্রথম রিটেইল স্টোর চালু করল গুগল ভোক্তাদের কাছে প্রয়োজনীয় গ্যাজেট হার্ডওয়্যার সরবরাহের উচ্চাভিলাষী পরিকল্পনার অংশ হিসেবে এটি চালু করল সার্চ ইঞ্জিন জায়ান্টটি ম্যানহ্যাটনের অভিজাত এলাকা চেলসিতে গতকাল থেকে চালু হয়েছে গুগলের স্টোরটি রিটেইল বাজারে আগে থেকেই নেতৃত্বের আসনে থাকা অ্যাপলের স্টোরের খুব কাছেই তার অবস্থান খবর ব্লুমবার্গ

২০১৬ সালে পিক্সেল স্মার্টফোন নেস্ট স্মার্ট হোম স্পিকার বাজারে এনেছিল গুগল তখন তার সঙ্গে সঙ্গেই পরীক্ষামূলকভাবে গুগল তাদের পপ-আপ স্টোরগুলো চালু করেছিল বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস বিক্রির পাশাপাশি গ্রাহকদের কাছ থেকে তারা জানতে পারে তারা কী কী পণ্য চাচ্ছে

নিউইয়র্কে নিজেদের প্রথম রিটেইল স্টোর নিয়ে গুগলের ভাইস প্রেসিডেন্ট আইভি রস বলেন, মনে হচ্ছে আমি যেন স্বপ্নের মধ্যে হাঁটছি আমি আশা করি গ্রাহকরাও একই অভিজ্ঞতা পাবেন আমি চাই তারা আনন্দ অনুপ্রেরণা পাক যেমনটা আমি এখন পাচ্ছি

স্টোরের সার্বিক পরিকল্পনায় থাকা রস আরো বলেন, কভিড মহামারীর মধ্যেও সবকিছু ঠিকঠাক সম্পন্ন হওয়া সত্যিই আনন্দের

বিস্তৃত পরিসর, বসার জায়গা আসবাব নিয়ে চালু হচ্ছে স্টোরটি করোনা মহামারীতে থমকে দাঁড়ানো সামাজিক পারস্পরিক সংযোগের একটি প্লাটফর্ম হিসেবে দাঁড় করানোর চেষ্টা পরতে পরতে তবে বর্তমানে নির্দিষ্টসংখ্যক গ্রাহক উপস্থিতি, সার্বক্ষণিক মাস্ক অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সেখানে

এছাড়া কেনাকাটার সময় শিশুদের নিরাপদ রাখার জন্য একটি শিশুকক্ষ খেলাঘরও রাখা হচ্ছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন