বিটকয়েন ব্যবহারে সহায়তা

সালভাদরের আবেদন নাকচ বিশ্বব্যাংকের

বণিক বার্তা ডেস্ক

বৈধভাবে বিটকয়েনের ব্যবহার বাস্তবায়নে বিশ্বব্যাংকের কাছে সহায়তার আবেদন করেছিল মধ্য আমেরিকার দেশ এল সালভাদর তবে বৈশ্বিক ঋণদানকারী সংস্থাটি আবেদন নাকচ করে দিয়েছে পরিবেশের ওপর বিটকয়েন সৃষ্টির প্রভাব এবং এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থাকায় সিদ্ধান্ত দেয় বিশ্বব্যাংক খবর রয়টার্স

এর আগে চলতি মাসের শুরুতে বিশ্বের প্রথম দেশ হিসেবে ডিজিটাল মুদ্রা প্রচলনের অংশ হিসেবে বিটকয়েন চালুর ঘোষণা দেয় এল সালভাদর যুক্তরাষ্ট্রের ডলারের পাশাপাশি বৈধ মুদ্রা হিসেবে বিটকয়েনের ব্যবহার বাস্তবায়নের লক্ষ্যে বিশ্বব্যাংকের কাছে আবেদন জানিয়েছিল দেশটির সরকার

বিশ্বব্যাংকের সিদ্ধান্তের কারণে আগামী তিন মাসে পুরো দেশে বিটকয়েনের ব্যবহার নিশ্চিতের যে পরিকল্পনা নেয়া হয়েছিল, তা হুমকির মুখে পড়েছে

-মেইলে পাঠানো এক বিবৃতিতে ওয়ার্ল্ড ব্যাংকের এক মুখপাত্র জানান, বিভিন্ন পদ্ধতিতে এল সালভাদরের মুদ্রা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এবং নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় সাহায্য করার ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ

সম্প্রতি এল সালভাদরের অর্থমন্ত্রী আলেজান্দ্রো জেলায়া বলেন, অর্থ আদান-প্রদানের অন্যতম স্বীকৃত মাধ্যম হিসেবে বিটকয়েনের ব্যবহার কার্যকরে বিশ্বব্যাংকের কাছে কারিগরি সহায়তা চেয়ে আবেদন করেছে এল সালভাদরের সরকার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে তারা বিটকয়েন ব্যবহারের বিপক্ষে নয়

তবে গত সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এল সালভাদরে বিটকয়েনের বৈধ ব্যবহারের মধ্যে অর্থনৈতিক আইনি সমস্যার খোঁজ পায়

এর আগে এল সালভাদর বৈধভাবে বিটকয়েন ব্যবহারে আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করে বিষয়ে দেশটির প্রেসিডেন্ট নায়িব বুকেলে কংগ্রেসে যে প্রস্তাবনা উপস্থাপন করেন, সেটিও পাস হয় প্রেসিডেন্ট বুকেলে জানান, এল সালভাদরের সরকার ইতিহাস সৃষ্টি করেছে এছাড়া যেসব নাগরিক প্রবাসে রয়েছেন, তারা সহজেই অর্থ পাঠাতে পারবেন

আইন অনুসারে কংগ্রেস থেকে অনুমতি পাওয়ার পর ৯০ দিনের মধ্যে লেনদেনের জন্য যুক্তরাষ্ট্রের ডলারের পাশাপাশি বিটকয়েন বৈধ মুদ্রা হিসেবে ব্যবহূত হবে নতুন আইন অনুসারে দেশের সব ব্যবসাপ্রতিষ্ঠানকে পণ্য বেচাকেনা লেনদেনের ক্ষেত্রে বিটকয়েনকে বৈধ দরপত্র হিসেবে গ্রহণ করতে হবে

তবে মুদ্রা ব্যবহারের প্রয়োজনীয় প্রযুক্তি সহায়তা পেলেই এটি ব্যবহার করা হবে বলেও জানানো হয়

এল সালভাদরের অর্থনীতি মূলত প্রবাসীদের পাঠানো অর্থের ওপরই বেশি নির্ভরশীল সালভাদরের ২০ লাখেরও বেশি বাসিন্দা প্রবাসে বসবাস করে প্রতি বছর অধিবাসীরা ৪০০ কোটি ডলারেরও বেশি অর্থ দেশে পাঠায়

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন