আর্জেন্টিনা-উরুগুয়ে রোমাঞ্চকর দ্বৈরথ শনিবার

ইন-ফর্ম ব্রাজিলের সামনে পেরু

ক্রীড়া ডেস্ক

কোপা আমেরিকায় টানা দ্বিতীয় জয়ের খোঁজে আগামীকাল শুক্রবার ভোরে পেরুর বিপক্ষে মাঠে নামছে টুর্নামেন্টের স্বাগতিক বর্তমান শিরোপাধারী ব্রাজিল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায় শনিবার একই সময়ে শুরু হবে আর্জেন্টিনা উরুগুয়ের হাইভোল্টেজ দ্বৈরথ

বিগ্রুপে পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল ইন-ফর্ম সেলেসাওরা প্রথম ম্যাচে - গোলে হারায় ভেনেজুেয়েলাকে কাল পেরুকে হারিয়ে নকআউটের পথে আরো এক ধাপ এগিয়ে যেতে পারে তিতের দলবিগ্রুপে তিন পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রয়েছে কলম্বিয়া, যারা প্রথম ম্যাচে - গোলে হারায় একুয়েডরকে

কোপায় আগের ৪৬ আসরে সর্বোচ্চ ১৫টি শিরোপা জিতে সবচেয়ে সফল দল উরুগুয়ে ১৪টি শিরোপা জিতে তাদের পরেই আর্জেন্টিনা মহাদেশীয় এই আসরের দুই সফলতম দল চলতি আসরে মুখোমুখি হচ্ছে

আর্জেন্টিনা ১৪টি শিরোপা জিতে কোপা আমেরিকায় দ্বিতীয় সেরা দল হলেও গত ২৮ বছর ধরে শিরোপাহীন তারা ১৯৯৩ সালের ফাইনালে গ্যাব্রিয়েল বাতিস্তুতার জোড়া গোলে ভর করে মেক্সিকোকে - ব্যবধানে হারিয়ে শিরোপা জয় করে আর্জেন্টিনা এরপর আর শিরোপা উত্সব হয়নি বুয়েন্স আয়ার্সে ১৯৯৩ সালের পর আর্জেন্টিনা অবশ্য বেশ কয়েকবার শিরোপার কাছাকাছি গিয়ে ব্যর্থ হয় ২০০৪ ২০০৭ আসরের ফাইনালে তারা পরাজিত হয় ব্রাজিলের কাছে ২০০৪ সালে টাইব্রেকারে আর ২০০৭ সালে - গোলে হেরে যায় আলবিসেলেস্তেরা ২০১৫ ২০১৬ সালে টানা দুটি ফাইনালে আর্জেন্টিনা হেরে যায় চিলির কাছে এবং দুবারই টাইব্রেকারে

২০১১ সালে সর্বশেষ আর্জেন্টিনার মাটিতে কোপার আসর বসে সেবার উরুগুয়ের কাছে কোয়ার্টার ফাইনালে পরাজিত হয় আর্জেন্টিনা এবং পরিশেষে উরুগুয়েই শিরোপা জিতে নেয়

গ্রুপে আর্জেন্টিনা, প্যারাগুয়ে, চিলি বলিভিয়া প্রত্যেকেই একটি করে ম্যাচ খেললেও উরুগুয়ে শনিবারই প্রথম মাঠে নামছে বলিভিয়াকে - গোলে হারানো প্যারাগুয়ে রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে 


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন