মহাকাশ স্টেশন নির্মাণের জন্য নভোচারী পাঠিয়েছে চীন

বণিক বার্তা অনলাইন

নতুন মহাকাশ স্টেশন নির্মাণের জন্য তিন নভোচারীকে পৃথিবীর কক্ষপথে পাঠিয়েছে চীন। গত পাঁচ বছরের মধ্যে এটি প্রথম এবং এখন পর্যন্ত চীনের সবচেয়ে বড় মানুষবাহী মহাকাশ মিশন। খবর বিবিসি।

শেনঝু-১২ ক্যাপসুলটি বৃহস্পতিবার লং মার্চ ২এফ রকেটে করে সফল উড্ডয়ন শুরু করে।

চীনের এই মহাকাশ মিশনের তিন নভোচারী হলেন, নি হাইশেং, লিউ বোমিং এবং তাং হংবো। পৃথিবী থেকে ৩৮০ কিলোমিটার (২৩৬ মাইল) ওপরের তিয়ানহে মডিউলে তিন মাস অবস্থান করবেন তারা।

গোবি মরুভূমির জিউকুয়ান স্যাটেলাইট সেন্টার থেকে বেইজিংয়ের স্থানীয় সময় সকাল ৯টা ২২ মিনিটে (বাংলাদেশ সময় ৭টা ২২ মিনিটে) রকেটটি মহাকাশ অভিমুখে যাত্রা করে।

এই মহাকাশযাত্রাটি চীনের ক্রমবর্ধমান আত্মবিশ্বাসের আরেকটি অনন্য নজির স্থাপন করল। পাশাপাশি এর মাধ্যমে মহাকাশের শাসনক্ষেত্রে দেশটি তাদের সক্ষমতা দেখাল।

গত ছয় মাসে চাঁদের পৃষ্ঠ থেকে শিলা ও মাটির নমুনা পৃথিবীতে নিয়ে আসতে সক্ষম হয়েছে দেশটি। এছাড়াও মঙ্গলের বুকে ছয় চাকার রোবট ল্যান্ড করিয়েছে তারাদুটি প্রক্রিয়াই বেশ জটিল ও চ্যালেঞ্জিং ছিলো।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন