বাজেট আলোচনায় অর্থমন্ত্রী অনুপস্থিত সংসদে সমালোচনা

নিজস্ব প্রতিবেদক

বাজেট আলোচনার সময় সংসদে অর্থমন্ত্রীর উপস্থিত না থাকার সমালোচনা করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান।

তিনি বলেন, আমরা বাজেট বক্তৃতা দিচ্ছি। কিন্তু আমাদের অর্থমন্ত্রীকে গতকালও আমরা সংসদে পাইনি, আজকেও নেই। এর আগে গতকাল সকালে সংসদের বৈঠক শুরু হলে অন্যান্য কার্যক্রম শেষে বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হয়।

পীর ফজলুর রহমান বলেন, দেশের প্রথম বাজেট ছিল ৭৮৬ কোটি টাকার। অর্থমন্ত্রী বাজেট দেয়ার দিন বলেছেন, ৭১৯ কোটি টাকার। যদি এটা ভুল হয়ে থাকে তাহলে সংশোধন করা উচিত।

পীর ফজলুর রহমান বলেন, অর্থমন্ত্রী বলেছেন দেশ থেকে কারা টাকা পাচার করছে, সে তালিকা চান সংসদ সদস্যদের কাছে। সংসদ সদস্যরা কীভাবে তালিকা দেবেন। তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে। তিনি তালিকা নেবেন কারা অর্থ পাচার করে। পিকে হালদার টাকা নিয়ে বিদেশে গিয়ে ঘুমায়, আর তার বান্ধবীদের এখানে ঘুম পাড়ান। অর্থমন্ত্রী অর্থ খাতের একজন মেধাবী লোক। তিনি তো ভাল জানেন কারা অর্থ পাচার করে। তার প্রতিষ্ঠান রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন