চীন-বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করেছেন ইউয়ান লংপিং

নিজস্ব প্রতিবেদক

চীনের বিজ্ঞানী অধ্যাপক ইউয়ান লংপিং ১৯৭৩ সালে হাইব্রিড জাতের ধান উদ্ভাবন করেন ১৯৯৮ সাল থেকে তার উদ্ভাবিত জাত আবাদ হচ্ছে বাংলাদেশে। চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের খাদ্য পুষ্টিনিরাপত্তা এবং দারিদ্র্য বিমোচনে অবিস্মরণীয় অবদান রেখেছেন অধ্যাপক ইউয়ান লংপিং। সবুজ বিপ্লবের অন্যতম উদ্যোক্তা হাইব্রিড ধানের জনক হিসেবে সারা বিশ্বে স্বীকৃতি পাওয়া বিজ্ঞানী বাংলাদেশ চীনের মানুষের মধ্যে আত্মিক সম্পর্ক সুদৃঢ় করেছেন।

গতকাল বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশন (বিএসএ) আয়োজিত অধ্যাপক ইউয়ান লংপিং স্মরণে ভার্চুয়াল স্মরণসভায় এসব কথা বলেন বক্তারা। বিএসএ সভাপতি আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। অধ্যাপক ইউয়ান লংপিংয়ের অবদান তুলে ধরে বক্তব্য রাখেন সুপ্রিম সিড কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মাসুম, বিএসএ সাধারণ সম্পাদক এফআর মালিক, এসিআই এগ্রি বিজনেসের ব্যবস্থাপনা পরিচালক . এফএইচ আনসারী, আফতাব বহুমুখী ফার্মস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু লুেফ ফজলে রহিম খান শাহরিয়ার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . লুত্ফুল হাসান, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . মো. শহীদুর রশীদ ভূঁইয়া।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন