পরিবর্তনের গল্প

স্থায়ী ঠিকানায় নতুন স্বপ্ন

শেখ তৌফিকুর রহমান

ডুমুরিয়ার মাহবুব গাজী পেশায় ভ্যানচালক নিজের জমিজমা বলতে কিছুই ছিল না স্ত্রী আন্না বেগমকে নিয়ে স্থানীয় আটলিয়া ইউনিয়নে সরকারি জমির ওপর অস্থায়ীভাবে প্রায় ১০ বছর ধরে বসবাস করে আসছিলেন তারা চলতি বছর সরকারের পক্ষ থেকে ডুমুরিয়ার কাঁঠালতলা এলাকায় জমিসহ ঘর পেয়েছে পরিবারটি অনিশ্চয়তার আঁধার কেটে মাহবুবের পরিবার এখন সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখছেন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীনদের পুনর্বাসনের অংশ হিসেবে মাহবুব গাজীর মতো সারা দেশে প্রায় ৭০ হাজার পরিবার পেয়েছে জায়গাসহ নতুন ঠিকানা এসব পরিবারে বইছে খুশির জোয়ার বসবাসের স্থায়ী ঠিকানা পেয়ে নতুন জীবন শুরু করেছেন তারা

সম্প্রতি খুলনার ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা এলাকায় নির্মিত আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন শেষে উপকারভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগের তুলনায় তাদের জীবনযাত্রার মানে বেশ ইতিবাচক পরিবর্তন এসেছে স্বাস্থ্যকর পরিবেশ, সুপেয় পানির পর্যাপ্ত সরবরাহ, বিদ্যুৎ সরবরাহ, উন্নত যাতায়াত ব্যবস্থাসহ বেশকিছু আধুনিক সুযোগ-সুবিধা ভোগ করছেন তারা একই সঙ্গে বাড়তি আয়ের লক্ষ্যে কেউ কেউ বাড়িতে পালছেন গৃহপালিত পশু-পাখি, কেউ আবার উঠানে চাষ করছেন সবজি অতীত থেকে শিক্ষা নিয়ে অনেকে সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সঞ্চয়ের চিন্তাও করছেন

সরেজমিন দেখা গেছে, খুলনা-সাতক্ষীরা মহাসড়কসংলগ্ন কাঁঠালতলা আশ্রয়ণ প্রকল্পে ৬৪টি গৃহহীন পরিবারকে পুনর্বাসন করেছে সরকার টিনের ছাউনি-সংবলিত পাকা বাড়ি পাওয়া বাসিন্দারা বেশ পরিপাটি করেই রেখেছেন তাদের আবাস বারান্দায় নিজেদের মতো করে অনেকেই তৈরি করেছেন বসার জায়গা আবার কেউ ছোট্ট উঠানে রোপণ করেছেন শাকসবজি বা ফুলগাছের চারা প্রত্যেকের বাড়িতে রয়েছে বিদ্যুৎ সংযোগ যে যার মতো করেই সাজাচ্ছেন নিজেদের সংসার সবার সুবিধার জন্য চারটি টিউবওয়েল বসানো হয়েছে সেখানে

ঘর পেয়ে উচ্ছ্বসিত মাহবুব গাজী বণিক বার্তাকে জানান, সহায়-সম্বল, ভিটামাটি কিছুই ছিল না সরকার খুঁজে বের করে জমিসহ ঘর দিয়েছে আগে যেখানে বৃষ্টি হলেই রাতের ঘুম হারাম হতো, এখন আর সেরকম কোনো দুশ্চিন্তাই নেই তাছাড়া আগে খাবার পানি আনতে অনেক দূরে যেতে হতো, এখন ঘরের পাশেই নলকূপ বসিয়ে দিয়েছে সরকার এখান থেকেই খাওয়ার পানি পাওয়া যায়

পঁচাত্তরোর্ধ্ব হাসেম বিশ্বাসও পেয়েছেন জমিসহ থাকার জায়গা উপার্জনক্ষম তিন সন্তান থাকলেও কপালে জোটেনি সামান্য সহানুভূতি তাই দিনমজুর স্ত্রীর আয়ে চলে তার সংসার ঘর পাওয়ার আগে থাকতেন চুকনগর এলাকার ছোট্ট এক রুমের ভাড়া বাসায় ঘর পাওয়ার অনুভূতি ব্যক্ত করে বণিক বার্তাকে হাসেম বিশ্বাস বলেন, খুব কষ্টে দিন পার করতে হয়েছে কখনো খাবার জুটেছে, কখনো জোটেনি তবে উপরওয়ালা মুখ তুলে তাকিয়েছেন প্রধানমন্ত্রী আমাদের জায়গাসহ ঘরের ব্যবস্থা করেছেন জমির দলিল দিয়েছেন এখন আর হাঁটু সমান পানির ভেতর দিয়ে যাতায়াত করা লাগে না, বৃষ্টিতে ঘরে পানি পড়ে না বরং গরমে ফ্যানের বাতাসে রাতে ঘুমাতে পারি

কুলো, চালন, ঝুড়িসহ বিভিন্ন শিল্পকর্মের কারিগর মিতালী বিশ্বাস আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের একজন স্বামী তিন কন্যাসন্তানের মা মিতালী থাকতেন আটলিয়া ইউনিয়নের মালতিয়া গ্রামে দুঃসম্পর্কের এক আত্মীয়ের বাড়িতে সন্তানদের দুজনই প্রতিবন্ধী কারণে-অকারণে শুনতে হতো নানা কটু কথা ঘর পাওয়ার উচ্ছ্বাস প্রকাশ করে বণিক বার্তাকে মিতালী বলেন, অন্যের জায়গায় থেকে কখনো মানসিকভাবে শান্তিতে ছিলাম না সবসময়ই আশ্রয়দাতাদের দুর্ব্যবহার সহ্য করতে হয়েছে তবে এখন অনেক ভালো আছি, শান্তিতে আছি

কাঁঠালতলা বাজারের ঝাড়ুদার আনার গাজী আশ্রয়ণ প্রকল্পের আরেকজন উপকারভোগী আগে ছিলেন স্থানীয় ভদ্রা নদীর পাড়ে সরকারি জমিতে গড়া এক কুঁড়েঘরে তিনি বলেন, আজীবন কাদা-পানির মধ্যে বাস করতে হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এখন নতুন পাকা বাড়ি পেয়েছি এটা আমার জন্য অত্যন্ত আনন্দের

আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের ভাগ্যের পরিবর্তন নিয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াদুদ বণিক বার্তাকে বলেন, আশ্রয়ণ প্রকল্পের যারা উপকারভোগী রয়েছেন আগে তাদের মাথা গোঁজার ঠাঁই ছিল না এখন তারা দুই শতক জমিসহ দুই কক্ষবিশিষ্ট পাকা বাড়ি পেয়েছেন সামাজিক স্বীকৃতিও পেয়েছেন তাদের মধ্যে কেউ হাঁস-মুরগি পুষছেন, কেউ পার্শ্ববর্তী দোকানে কাজকর্ম করে জীবিকা নির্বাহ করছেন এরপর আমরা সরকারিভাবে আরো কিছু ব্যবস্থা করে দেব এক কথায় বলা যায়, তাদের ভাগ্যের পরিবর্তন শুরু গেছে আশা করি, ভালোভাবে তারা দিন কাটাতে পারবে

আশ্রয়ণ- প্রকল্প পরিচালক সরকারের অতিরিক্ত সচিব মো. মাহবুব হোসেন বণিক বার্তাকে বলেন, আগে তাদের জমি ঘর ছিল না, এখন তারা জমিসহ দুই কক্ষবিশিষ্ট পাকা বাড়ি পেয়েছেন এখন তারা অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হচ্ছেন, আগামীতে আরো হবেন জীবনমানের উন্নয়ন ঘটাতে নিজেরাও চেষ্টা করবেন উপকারভোগীরা জমি-ঘর পাওয়ার পর নতুন করে স্বপ্ন দেখার চেষ্টা করছেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন