রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ঘাটে ভাঙন

আতঙ্কে কয়েকশ পরিবার

বণিক বার্তা প্রতিনিধি, রাজবাড়ী

পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ায় ভাঙন দেখা দিয়েছে দেশের গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়ার নম্বর ফেরিঘাটে বালুর বস্তা ফেলেও ভাঙন রোধ করতে পারছে না পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এদিকে ভাঙন দেখা দেয়ায় আতঙ্কে রয়েছে সংশ্লিষ্ট এলাকার শত শত পরিবার ঝুঁকির মুখে পড়েছে বিদ্যালয়, মসজিদসহ বিভিন্ন স্থাপনা

২০১৯ সালে পদ্মার ভাঙনের ভয়ংকর রূপ দেখেছে দৌলতদিয়ার মানুষ যার রেশ এখনো কাটেনি বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় জানায়, এরপর থেকেই পুরোপুরি বন্ধ রয়েছে দৌলতদিয়ার নম্বর ফেরিঘাট বাকি , নম্বর ঘাট দিয়ে পারাপার অব্যাহত ছিল সংকট মোকাবেলায় আড়াই কোটি টাকা ব্যয়ে একটি বাইপাস সড়কসহ নম্বর ঘাট নির্মাণ করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ১৮ মে এটি চালু করা হয় কিন্তু উদ্বোধনের দিন থেকেই ঘাট এলাকায় ভাঙন দেখা দেয় ভাঙন বাড়লে জিও ব্যাগ ফেলে পাউবো

সরেজমিনে দৌলতদিয়া ফেরিঘাটের নম্বর ঘাটে গিয়ে দেখা যায়, ঘাট এলাকায় প্রবল স্রোতের কারণে কোনো ফেরি ভিড়ছে না জিও ব্যাগ ফেলা সত্ত্বেও ভাঙন অব্যাহত আছে

সোহরাব মেম্বার পাড়া এলাকার বাসিন্দা মো. হারেজ আলী মোল্লা বলেন, উপযুক্ত পরিমাণ জিও ব্যাগ ফেলা হয়নি ফলে ভাঙন থামছে না দুশ্চিন্তায় আছেন ঘাট সংলগ্ন সোহরাব মেম্বার পাড়া এলাকার কয়েকশ পরিবার

অপর বাসিন্দা লালন শেখ বলেন, কোনো ধরনের ত্রাণ সহায়তা নয়, ভাঙন রোধে উপযুক্ত ব্যবস্থা চাই আমরা এখনই জোরালো পদক্ষেপ গ্রহণ না করলে দুয়েক সপ্তাহের মধ্যেই নেমে আসতে পারে বড় ধরনের বিপর্যয় ভাঙন আঘাত হানতে পারে পুরো ঘাটে

বিআইডব্লিউটিএ দৌলতদিয়া কার্যালয়ের সহকারী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম বলেন, মানুষের দুর্ভোগ লাঘবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আড়াই কোটি টাকা ব্যয়ে একটি বাইপাস সড়কসহ ঘাটটি নির্মাণ করা হয় ভাঙন একটি প্রাকৃতিক দুর্যোগ ব্যাপারে কারো কোনো হাত নেই ভাঙন রোধে বিআইডব্লিউটিএ পাউবো ব্যবস্থা গ্রহণ করবে

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. ফিরোজ শেখ বলেন, নম্বর ঘাট চালুর দিন থেকেই ভাঙন ছিল বার বার বলার পরও কোনো ব্যবস্থা নেয়া হয়নি

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুল হক খান বলেন, নৌরুট দিয়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ পার হয় বিষয়টি বিবেচনায় নিয়ে ঘাট সুরক্ষিত রাখতে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে বার বার সভা করা হয়েছে দৌলতদিয়া পাটুরিয়া ঘাটের আধুনিকায়নে ৭৫০ কোটি টাকার একটি বিল পাস হয়েছে একনেকে ভাঙন রোধে প্রস্তুত আছে পাউবো

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন