বরিশালে পৌঁছেছে সাড়ে ৩৯ হাজার ডোজ সিনোভ্যাক

বণিক বার্তা প্রতিনিধি, বরিশাল

বরিশালে পৌঁছেছে চীনের সিনোভ্যাক ভ্যাকসিন গতকাল সকালে ৬৬টি বাক্সে ৩৯ হাজার ৬০০ ডোজ ভ্যাকসিন জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয় ভ্যাকসিন বুঝে নেয়ার সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহমেদ, বরিশাল জেলার সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন

বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হবে রেজিস্ট্রেশন করা ব্যক্তিদের সিরিয়াল অনুযায়ী মোবাইলে এসএমএস পাঠানো হবে আশা করছি ১৯ জুন থেকে কার্যক্রম শুরু করা যাবে

তিনি আরো বলেন, প্রায় এক মাস ধরে বন্ধ আছে বরিশালে প্রথম দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম করোনার ভ্যাকসিন শেষ হওয়ার কারণেই কার্যক্রম বন্ধ হয়ে যায়

ভ্যাকসিন প্রয়োগের বিষয়ে বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার জানান, চীন সরকারের উপহার হিসেবে কভিড-১৯ নিয়ন্ত্রণে বাংলাদেশের জন্য ছয় লাখ সিনোভ্যাক পাঠানো হয় এর মধ্যে বরিশাল জেলার জন্য ৩৯ হাজার ৬০০ ডোজ পাঠানো হয়েছে শিগগিরই ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হবে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন