খুলনা অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার

নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় মেয়াদ বাড়ছে নির্মাণকাজের

বণিক বার্তা প্রতিনিধি, খুলনা

খুলনা নগরের শামসুর রহমান রোডে ২০১৯ সালের এপ্রিলে শুরু হয় অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার নির্মাণকাজ কিন্তু পরের বছর করোনার প্রাদুর্ভাব দেখা দেয়ায় কাজ বাধাগ্রস্ত হয় দীর্ঘ দুই বছরেও কাজের উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় নির্মাণ প্রকল্পের মেয়াদ আরো এক বছর বাড়ানোর আবেদন করা হয়েছে

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকল্পটি খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় তদারকি করছে ঢাকার ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড অ্যান্ড পার্টনার ইনচার্জ অব জয়েন্ট ভেঞ্চার জেকেবি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠান বাস্তবায়ন করছে কনভেনশন সেন্টার নির্মাণ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১৪৭ কোটি টাকা তবে দুটি বেজমেন্টসহ ১৫ তলাবিশিষ্ট ভবন নির্মাণের চুক্তিমূল্য ধরা হয়েছে ১১৪ কোটি ৭১ লাখ টাকা চলতি বছরের ২০ অক্টোবরের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল কিন্তু করোনার প্রভাবে কাজের অগ্রগতি হয়নি ফলে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হবে না বলে জানান খুলনার বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন তিনি বলেন, এরই মধ্যে প্রকল্পের মেয়াদ এক বছর বৃদ্ধির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে

প্রকল্প পরিচালক আবু সায়েদ মনজুর আলম বলেন, ২০১৮ সালের জানুয়ারি প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয় প্রশাসনিক অনুমোদন হয় ওই বছরের ফেব্রুয়ারি পরামর্শক প্রতিষ্ঠান ঢাকার বাস্তুকল্প আর্কিটেক্টস লিমিটেডের সঙ্গে চুক্তি হয় ১৮ এপ্রিল একই বছরের ২৭ নভেম্বর দরপত্র আহ্বান করা হয় সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের ক্রয় বিভাগে অনুমোদিত হয় ২০১৯ সালের ১৩ মার্চ ওই বছরের ১৮ এপ্রিল প্রকল্পের কাজ শুরু হয়

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন