ঝালকাঠি পৌরসভার ৭৫৫ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

বণিক বার্তা প্রতিনিধি, ঝালকাঠি

ঝালকাঠি পৌরসভার ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে গতকাল দুপুরে পৌরসভার বঙ্গবন্ধু কর্নারে ৭৫৫ কোটি ২৮ লাখ ১৯ হাজার ৮৯১ টাকার বাজেট উপস্থাপন করেন মেয়র মো. লিয়াকত আলী তালুকদার

প্রথম শ্রেণীর পৌরসভার বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ৭৫১ কোটি ৪৮ লাখ ৭০ হাজার টাকা সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৭৫২ কোটি ৯২ লাখ ৮৩ হাজার টাকা এর মধ্যে উন্নয়ন খাতে ব্যয় ধরা হয় ৭২৮ কোটি ৫৫ লাখ টাকা এছাড়াও বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে কোটি ৩৫ লাখ ৯৬ হাজার ৮৯১ টাকা

বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব শাহীন সুলতানা, নির্বাহী প্রকৌশলী আবু হানিফ, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মনিরুদ্দোজা হারুন বাজেটের ওপর বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন খান, পৌর কাউন্সিলর তরুণ কর্মকার

বাজেট অনুষ্ঠানে পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার বলেন, আওয়ামী লীগ সরকার দেশের সর্বত্র উন্নয়ন করে যাচ্ছে পৌরসভার উন্নয়নে যে বাজেট পেশ করা হয়েছে, তা বাস্তবায়ন করা হবে বাজেট অনুষ্ঠানে পৌর এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষ অংশ নেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন