ভ্যাট না দেয়ায় পঞ্চগড়ে ২১ লাখ টাকার চা জব্দ

বণিক বার্তা প্রতিনিধি, পঞ্চগড়

ভ্যাট না দিয়ে চা পরিবহন করায় পঞ্চগড়ে প্রায় ২১ লাখ টাকার চা জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ভ্যাট সার্কেল কর্মকর্তারা একই সঙ্গে চা পরিবহনের ট্রাকটিও জব্দ করা হয় জব্দকৃত ট্রাক চা পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এসব চায়ের আনুমানিক মূল্য ২১ লাখ টাকা মঙ্গলবার রাতে সদর উপজেলার জগদল এলাকার খালপাড়া আল আমিন টি হাউজ নামে একটি চা কারখানা থেকে চা ট্রাক জব্দ করা হয়

কাস্টমস কর্মকর্তারা জানান, উত্তরা গ্রিন টির আবেদনের ভিত্তিতে সিলগালা করে এক ট্রাক চা চট্টগ্রাম নিলাম বাজারে পাঠানো হয় কিন্তু চট্টগ্রামে না নিয়ে গোপনে পঞ্চগড়ের আল আমিন টি হাউজে ট্রাক থামিয়ে ২০০ বস্তা চা নামানোর চেষ্টা করা হচ্ছিল গোপন সংবাদের ভিত্তিতে জগদল এলাকায় গিয়ে হাতেনাতে ওই ট্রাকটিকে জব্দ করে কাস্টমস

সহকারী রাজস্ব কর্মকর্তা জাহিদ হাসান জানানউত্তরা গ্রিন টি কোম্পানির মালিকানা নিয়ে দ্বন্দ্ব রয়েছে এজন্য ওই কারখানার চা চট্টগ্রামে পাঠানোর আবেদন করে মালিকপক্ষ কিন্তু বেআইনিভাবে ভ্যাট ফাঁকি দেয়ার জন্য চা-গুলো অন্যত্র সরিয়ে নিতে চেয়েছিল এজন্য তাদের জরিমানাসহ ভ্যাট গুনতে হবে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন