মালয়েশিয়ার প্রাকৃতিক রাবার উৎপাদন নিম্নমুখী

বণিক বার্তা ডেস্ক

মালয়েশিয়ায় প্রাকৃতিক রাবার উৎপাদন কমেছে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত প্রতিকূল আবহাওয়ার প্রভাবে উৎপাদন ব্যাহত হয় দ্য ডিপার্টমেন্ট অব স্ট্যাটিস্টিকস মালয়েশিয়া জানায়, এপ্রিলে প্রাকৃতিক রাবার উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ৩৩ দশমিক শতাংশ কমেছে খবর মালয় মেইল

মালয়েশিয়া বিশ্বের তৃতীয় শীর্ষ প্রাকৃতিক রাবার উৎপাদক বিংশ শতাব্দীতে দেশটির রফতানি অর্থনীতি পণ্যটিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে বছরের শুরুতে উৎপাদন কমে যাওয়ায় রফতানিতেও মন্দা ভাব দেখা দিতে পারে বলে মনে করছেন দেশটির খাতসংশ্লিষ্টরা

দ্য ডিপার্টমেন্ট অব স্ট্যাটিস্টিকস মালয়েশিয়ার (ডিওএসএম) দেয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিলে দেশটির প্রাকৃতিক রাবার উৎপাদন কমে ২৩ হাজার ১৩ টনে নেমে গেছে গত বছরের একই সময়ে উৎপাদন হয়েছিল ৩৪ হাজার ৬১৬ টন

ডিওএসএমের প্রধান পরিসংখ্যানবিদ দাতো মো. উজির মহিউদ্দিন বলেন, মাসভিত্তিক হিসাবেও প্রাকৃতিক রাবার উৎপাদন কমেছে মার্চের তুলনায় এপ্রিলে উৎপাদন ৩৬ দশমিক শতাংশ কমেছে বলে জানান তিনি

তিনি বলেন, উৎপাদনের পাশাপাশি মজুদেও পতন দেখা দিয়েছে রাবারের মজুদ দশমিক শতাংশ কমে লাখ ৫৯ হাজার ৩৫৫ টনে নেমেছে মার্চে মজুদের পরিমাণ ছিল লাখ ৮১ হাজার ৭২৯ টন উৎপাদন কম হওয়ায় চলতি মজুদ থেকে চাহিদা মেটানো হচ্ছে ফলে সরবরাহ চেইনেও বড় ধরনের প্রভাব পড়েছে বলে জানান তিনি

দাতো মো. উজির মহিউদ্দিন বলেন, প্রাকৃতিক রাবারের ব্যবহার গত বছরের তুলনায় ৩১ দশমিক শতাংশ বেড়ে ৪৭ হাজার ৯৬ টনে উন্নীত হয়েছে কিন্তু সে তুলনায় সরবারহ বাড়েনি

এদিকে এপ্রিলে মালয়েশিয়ার প্রাকৃতিক রাবার রফতানি আগের মাসের তুলনায় দশমিক শতাংশ কমে ৫৫ হাজার ৬৯৬ টনে নেমেছে মার্চে রফতানি হয়েছিল ৫৮ হাজার ৮৫২ টন রাবার  

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন